Asia Cup 2025: দুবাইয়ের মাঠে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। দুরন্ত গতিতে শুরুটা করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। কিন্তু ম্যাচের মোড় ঘোরে দশম ওভারের পর থেকে। স্পিন অস্ত্রে প্রতিপক্ষ শিবিরে ধস নামায় ‘মেন ইন ব্লু।’ ৩৩ রানের মধ্যে ৯ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। তাদের ইনিংস থামে ১৪৬ রানে। ৪ উইকেট পান কুলদীপ যাদব, ২টি করে সাফল্য বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলের। জোড়া সাফল্য পেয়েছেন বুমরাহ’ও। এই রান তাড়া করতে বিশেষ বেগ পেতে হবে না ভারতকে, আশাবাদী ছিলেন না সমর্থকেরা। কিন্তু বাস্তবে দেখা গেলো অন্য ছবি। ছন্দে থাকা অভিষেক শর্মা’কে (Abhishek Sharma) দ্বিতীয় ওভারেই হারালো টিম ইন্ডিয়া।
Read More: হ্যারিস রউফের নোংরামির জবাব দিলেন বুমরাহ, করলেন উগ্র সেলিব্রেশন !!
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। সুপার ফোর পর্বে প্রথম বলেই শাহীন শাহ আফ্রিদিকে উড়িয়ে দিয়েছিলেন মাঠের বাইরে। কিন্তু দুই দলের তৃতীয় সাক্ষাতে ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হলেন তরুণ ওপেনার। আজ প্রথম ওভারেই দুইবার শাহীনের বলে বড় শট হাঁকাতে গিয়ে ফস্কান তিনি। শেষমেশ দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরতে হলো অভিষেককে (Abhishek SHarma)। অফস্টাম্পের বেশ খানিকটা বাইরে বল রেখেছিলেন ফাহিম আশরাফ। তাঁর স্লোয়ার ডেলিভারিতে ছক্কা হাঁকাতে গিয়ে ভুল করে বসেন ভারতীয় ওপেনার। শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তিনি। যথেষ্ট দূরত্ব পায় নি বল। বরং আকাশে উঠে যায় তা। মিড-অনে ক্যাচ তালুবন্দী করতে কোনো রকম ভুল করেন নি হারিস রউফ। ৫ করেই থামতে হয় অভিষেককে।
এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) ক্রিকেটের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে রাজনীতি। গ্রুপ পর্বের ম্যাচের পর পাক ক্রিকেটারদের সাথে হাত মেলায় নি ভারতীয় দল। পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ সাক্ষাৎকারে টেনে এনেছিলেন সূর্যকুমার যাদব। সুপার ফোর পর্বের ম্যাচ চলাকালীন গ্যালারির দিকে ফিরে বিমান ধ্বংসের ইঙ্গিত করতে দেখা গিয়েছিলো হারিস রউফ’কে। আজও দুরন্ত ইয়র্কারে হারিসকে (Haris Rauf) বোল্ড করে উদ্যাপনের সময় পাক পেসারকে খোঁচা দেন জসপ্রীত বুমরাহ। হাতের ইশারায় ‘প্লেন-ক্র্যাশ’ দেখান তিনি। অভিষেককে (Abhishek Sharma) ফিরিয়ে পালটা দিলেন ফাহিম আশরাফ’ও। ভারতীয় তরুণের প্রায় মুখের সামনে এসে আগ্রাসী উদ্যাপন করতে দেখা যায় তাঁকে। পাকিস্তানের মিডিয়াম পেসারের সাথে সেলিব্রেশনে যোগ দেন তাঁর অন্যান্য সতীর্থরাও।