দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল (Team India)। ২০২৫-এর এশিয়া কাপে (Asia Cup 2025) এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারাই। গ্রুপ-এ’তে তিন প্রতিপক্ষের বিরুদ্ধেই বাজিমাত করেছিলেন সূর্যকুমার যাদব’রা। সুপার ফোরের দৌড়’ও ভারত শুরু করেছে জয় দিয়েই। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুবাইয়ের মাঠে তারা গুঁড়িয়ে দিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। টুর্নামেন্টে ‘মেন ইন ব্লু’র পরবর্তী ম্যাচ আগামী বুধবার। প্রতিপক্ষ বাংলাদেশ। সদ্যই শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগারবাহিনী (IND vs BAN team news)। তাই ২৪ তারিখ কোনো ‘অঘটন’ যাতে না ঘটে তা নিশ্চিত করতে এখন থেকেই পরিকল্পনা সাজানো শুরু করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূত্র মারফত খবর মিলেছে যে প্রথম একাদশে (India vs Bangladesh Playing XI) জোড়া পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।
Read More: প্রতারণা করে জিতেছে ভারত, ম্যাচ হারতেই ‘অজুহাত’ তৈরি পাকিস্তানের !!
সঞ্জুর বদলে একাদশে জিতেশ-

এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে নজর কাড়তে পারেন নি শুভমান গিল। ওপেনার হিসেবে আদৌ তাঁর সুযোগ পাওয়া উচিৎ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন কেউ কেউ। কিন্তু গতকাল পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) সুপার ফোরের ম্যাচে ২৭ বলে ৪৮ রানের ইনিংসের পর তাঁকে বাদ দেওয়ার আর প্রশ্নই নেই। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে (IND vs BAN first XI) থাকবেন পাঞ্জাবের তরুণ। ইনিংসের শুরুতে তাঁর সঙ্গী হতে চলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। আগুনে ফর্মে রয়েছেন বাম হাতি তারকা। ৩৯ বলে ৭৪ করেছেন পাকিস্তানের বিপক্ষে। বুধবারও তাঁর থেকে তেমনই একটি ইনিংসের আশায় থাকবে ‘মেন ইন ব্লু।’ তিনে নামবেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চারে দেখা যাবে হায়দ্রাবাদের তিলক বর্মা’কে (Tilak Varma)।
সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) পাঁচ নম্বরে পাঠিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অনভ্যস্ত পজিশনে সাফল্য পান নি কেরলের ক্রিকেটার। ১৭ বলে ১৩ করে ফিরেছেন সাজঘরে। বাংলাদেশের বিরুদ্ধে ‘ভুল’ শুধরে নিতে চাইবেন টিম ইন্ডিয়ার হেড কোচ। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ দিতে পারেন জিতেশ শর্মা’কে (Jitesh Sharma)। সঞ্জু’র মত টপ-অর্ডার নয় বরং মিডল অর্ডারেই অধিক সাবলীল বিদর্ভের তারকা। পরবর্তী দু’টি পজিশনে দেখা যাবে দুই অলরাউন্ডার-শিবম দুবে (Shivam Dube) ও হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এশিয়া কাপে (Asia Cup 2025) মাত্র একজন ফ্রন্টলাইন পেসার নিয়ে খেলছে ভারতীয় দল। তাই ব্যাট হাতে বড় শট মারার পাশাপাশি ফাস্ট বোলিং-এর দায়িত্ব’ও চাপতে চলেছে তাঁদের দু’জনের কাঁধে।
বুমরাহ’র বদলে বাজি আর্শদীপ-

গত বছরের টি-২০ বিশ্বকাপে ভারতের সেরা পারফর্মার ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এবারের এশিয়া কাপেও (Asia Cup 2025) তাই তাঁর থেকে আকাশছোঁয়া প্রত্যাশা ছিলো সমর্থকদের। কিন্তু এখনও পর্যন্ত বল হাতে সেরা ছন্দে দেখা যায় নি তাঁকে। তিন ম্যাচে ঝুলিতে মাত্র ৪ উইকেট। পাকিস্তানের বিরুদ্ধে গতকাল ৪ ওভারে ৪৫ রান খরচ করেছেন তিনি। বুধবার বাংলাদেশের বিপক্ষে তাঁকে রিজার্ভ বেঞ্চেই রাখতে পারেন কোচ গৌতম গম্ভীর। বিকল্প হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা আর্শদীপ সিং-এর (Arshdeep Singh)। দুবাইয়ের বাইশ গজ’কে মাথায় রেখে আবারও স্পিন বিভাগে জোর দেবে টিম ম্যানেজমেন্ট। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের সাথে ফ্রন্টলাইন স্পিনার হিসেবে থাকছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও কুলদীপ যাদব। চতুর্থ স্পিন বিকল্প হিসেবে এক বা দুই ওভার হাত ঘোরাতে পারেন অভিষেক শর্মা’ও।
এক নজরে সম্ভাব্য একাদশ (India vs Bangladesh today match playing 11)-
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।