ভারত বনাম শ্রীলঙ্কা, ২০২২-

২০২২-এ টি-২০ ফর্ম্যাটে আয়োজিত হয়েছিলো এশিয়া কাপ (Asia Cup 2022) প্রতিযোগিতা। সুপার ফোরের শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৭৩ রান তুলেছিলো ‘মেন ইন ব্লু।’ অধিনায়ক রোহিত শর্মা ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ২৯ বলে ৩৪ করেন সূর্যকুমার যাদব’ও। রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলো লঙ্কানরা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস অর্ধশতক করেন। কিন্তু মাত্র ১৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিলো দ্বীপরাষ্ট্র। ম্যাচে ফিরেছিলো টিম ইন্ডিয়া। তবে শেষরক্ষা করতে পারেন নি চাহাল, অশ্বিনরা। শেষবেলায় ভানুকা রাজাপক্ষে (১৭ বলে ২৫) ও অধিনায়ক দাসুন শানাকা’র (১৮ বলে ৩৩) ঝোড়ো ক্যামিও ম্যাচ জেতায় শ্রীলঙ্কাকে (IND vs SL)। এক বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।