top-5-thrilling-matches-in-asia-cup

পাকিস্তান বনাম বাংলাদেশ, ২০১২-

PAK vs BAN | Asia Cup 2012 | Image: Getty Images
PAK vs BAN | Image: Getty Images

২০১২ সালে এশিয়া কাপের (Asia Cup 2012) ফাইনালে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও পাকিস্তান (BAN vs PAK)। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামের দর্শকদের এক রুদ্ধশ্বাস দ্বৈরথ উপহার দিয়েছিলো দুই দেশ। প্রথম ব্যাটিং করে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে তারা তোলে ২৩৬ রান। ৪৬ করে অপরাজিত ছিলেন সরফরাজ আহমেদ। পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন মাশরাফি মর্তুজা, আব্দুর রাজ্জাকরা। তামিম ইকবালের ৬০ ও শাকিব আল হাসানের ৬৮ রানের সুবাদে একটা সময় ট্রফির দৌড়ে ছিলো টাইগার্সরা। ঘরের মাঠে স্বপ্নপূরণের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিলো মাত্র ৯ রান। কিন্তু পেসার আজাজ চিমা’র অনবদ্য বোলিং-এ বাজিমাত করে যায় পাকিস্তানই। ২ রানে হারতে হয় বাংলাদেশকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *