top-5-thrilling-matches-in-asia-cup

ভারত বনাম পাকিস্তান, ২০১৪-

IND vs PAK | Asia Cup 2014 | Image: Getty Images
IND vs PAK | Asia Cup 2014 | Image: Getty Images

২০১৪ সালের এশিয়া কাপে (Asia Cup 2014) উত্তেজনার পারদ চড়েছিলো ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ ঘিরে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে ২৪৫ রান তুলেছিলো ভারতীয় দল। তাদের হয়ে অর্ধশতক করেন রোহিত শর্মা, ৫৬), অম্বাতি রায়ুডু (৫৮) ও রবীন্দ্র জাদেজা (৫২*)। জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিলো পাকিস্তান। দুর্দান্ত পারফর্ম করে তাদের টপ-অর্ডার। আহমেদ শেহজাদ ৪১ ও মহম্মদ হাফিজ করেন ৭৫ রান। কিন্তু এরপর ভাঙন ধরে পাকিস্তানের ব্যাটিংয়ে। মিসবাহ-উল-হক, উমর আকমল’রা রান পান নি। শোয়েব মকসুদ ৩৮ করলেও খরচ করেন ৫৩ বল। উমর গুল, মহম্মদ তালহা, সইদ আজমলদের মত টেল-এন্ডাররাও দ্রুত ফেরায় একটা সময় এগিয়ে গিয়েছিলো ভারতই। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাহিদ আফ্রিদি। অশ্বিনকে জোড়া ছক্কা হাঁকিয়ে জয় এনে দেন পাকিস্তানকে। দুই বল বাকি থাকতে জেতে তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *