পাকিস্তান বনাম বাংলাদেশ, ২০১৪-

২০১৪-র এশিয়া কাপে (Asia Cup 2014) জমজমাট লড়াই দেখা গিয়েছিলো পাকিস্তান ও বাংলাদেশের (PAK vs BAN) মধ্যে। আনামুল হকের শতরান ও ইমরুল কায়েস, মমিনুল হক ও মুশফিকুর রহিমের অর্ধশতকের সৌজন্যে ৩২৬ রান স্কোরবোর্ডে যোগ করেছিলো টাইগারবাহিনী। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন পাক ব্যাটাররা। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেন আহমেদ শাহজাদ (১০৩)। বড় রান করেছিলেন মহম্মদ হাফিজ (৫২) ও ফাওয়াদ আলম’ও (৭৪)। তারপরেও উত্তেজনা বেঁচে ছিলো ম্যাচের। কিন্তু কোণঠাসা পাকিস্তানকে উদ্ধার করেন শাহীদ আফ্রিদি। বাইশ গজে রীতিমত তাণ্ডব চালাতে দেখা গিয়েছিলো তারকা অলরাউন্ডারকে। মাত্র ২৫ বলে ৫৯ করেন তিনি। এক বল বাকি থাকতেই পাকিস্তানকে তিন উইকেটের ব্যবধানে এনে দেন জয়।