TOP 5: এগিয়ে আসছে ১৭তম এশিয়া কাপ (Asia Cup 2025)। এসিসি’র ক্যালেন্ডার হিসেবে এবার আয়োজক হওয়ার কথা ছিলো ভারতের। কিন্তু ভেন্যু সংক্রান্ত ভারত-পাক জটিলতা এড়াতে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে স্থানান্তরিত করা হয়েছে। দুবাই ও আবু ধাবিতে হবে ম্যাচগুলি। গতবার অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিলো ছয়। এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে আট। আইসিসি’র পাঁচ পূর্ণ সময়ের সদস্য-ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থাকছেন। সাথে জুড়ে দেওয়া হয়েছে গতবছরের এসিসি প্রিমিয়ার কাপের প্রথম তিনটি দল সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও হং কং-কে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ২৮ তারিখ অবধি। জমজমাট ক্রিকেটের প্রহর গোণার মাঝেই ফিরে দেখা যাক টুর্নামেন্টের ইতিহাসে সেরা পাঁচ দ্বৈরথ।
Read More: ৬,৬,৬,৬,৬,৬..’, ৩৮ বছর বয়সে CPL’এ অবিশ্বাস্য ইনিংস, তান্ডব রূপে ফিরলেন কাইরন পোলার্ড !!
ভারত বনাম বাংলাদেশ, ২০১৮-

২০১৮-এর এশিয়া কাপের (Asia Cup 2018) ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বীতা দেখা গিয়েছিলো দুই দলের মধ্যে। দুবাইয়ের মাঠে প্রথম ব্যাটিং করে ২২২ রান করে টাইগাররা। ১২১ করেন লিটন কুমার দাস। বল হাতে নজর কাড়েন কুলদীপ যাদব। ৪৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। ২২৩-এর লক্ষ্য ছুঁতে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না ‘মেন ইন ব্লু’কে, আশায় ছিলেন সমর্থকেরা। কিন্তু সেই ধারণা ভ্রান্ত প্রমাণিত হয় মধ্যপ্রাচ্যের বাইশ গজে। অধিনায়ক রোহিত শর্মা ৪৮ করেন ঠিকই কিন্তু মিডল অর্ডার ধস একটা সময় ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো ভারতকে। শেষ ওভার অবধি গড়ায় খেলা। স্নায়ুর চাপ ধরে রেখে অবশ্য টিম ইন্ডিয়াকেই জয় এনে দেন কেদার যাদব ও কুলদীপ যাদব। ৩ উইকেটে খেতাব জেতে টিম ইন্ডিয়া।