অধিনায়ক হিসেবে পথ চলা শেষ KL রাহুলের, এই প্লেয়ারকে দায়িত্ব দিতে উঠে পড়ে লেগেছেন গোয়েঙ্কা !!

আইপিএল ২০২৪ (IPL 2024) এর হট টপিক ছিলেন কে এল রাহুল (KL Rahul) এবং সঞ্জীব গোয়েঙ্কা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসের ৫৭ তম ম্যাচে LSG দলের লজ্জাজনক পরিণতির পর দলের মালিক এবং দলের অধিনায়কের মধ্যে দীর্ঘ কুড়ি মিনিট ধরে ম্যাচ শেষে চলেছিল আলাপ-আলোচনা। গোয়েঙ্কা এবং রাহুলের মধ্যে চলতে থাকা এই আলাপ আলোচনা সমাজমাধ্যমে বেশ […]

অমিত মিশ্র (Amit Mishra)-

ভারতের ক্রিকেটমহলে অমিত মিশ্র পরিচিত নাম। দীর্ঘসময় ধরে বাইশ গজের দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর জন্ম ১৯৮২ সালের নভেম্বর মাসে দিল্লীতে। বাবা এস এম মিশ্র চাকরি করতেন ভারতীয় রেলে। মায়ের নাম চন্দ্রলেখা দেবী। অমিত মিশ্রের ৩ ভাই ও ৩ বোন রয়েছে (Amit Mishra Family Information)। ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিলো তাঁর। তবে প্রথমে স্পিনার নয় বরং ব্যাটার হতে চেয়েছিলেন তিনি। অমিত মিশ্রের ছেলেবেলার কোচ সঞ্জয় মিশ্র এক সাক্ষাৎকারে জানান যে বল টার্ন করানোর যে স্বাভাবিক দক্ষতা তাঁর মধ্যে রয়েছে, তা অমিত জানতেন না। পরে অবশ্য লেগস্পিনকেই বেছে নেন তিনি।

২০০০-২০০১ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অমিত মিশ্রের। ঐ একই বছরে খেলেন লিস্ট-এ ক্রিকেট। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি। যদিও খেলা হয় নি। তবে ২০০৩ সালে ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ হয় তাঁর। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিলো ২০০৮ অবধি। (Amit Mishra Debut) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথমবার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। প্রসঙ্গত সেই সিরিজেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অনিল কুম্বলে ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত কিংবদন্তি। টি-২০’র দুনিয়াতেও নজর কাড়েন অমিত। ২০০৭ সালে কুড়ি-বিশের ক্রিকেট খেলেন হরিয়ানার হয়ে। জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২০০৮ সালে।

বাংলায় অমিত মিশ্র-এর বায়োগ্রাফি (Amit Mishra Biography in Bengali)-

সম্পূর্ণ নাম অমিত মিশ্র
ডাকনাম মিশ্র জী, মিশি
জন্মস্থান দিল্লী
জন্মতারিখ ২৪ নভেম্বর, ১৯৮২
উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি (১৬৫ সেন্টিমিটার)
চোখের মণির রং গাঢ় বাদামী
জাতীয় দল ভারত
আইপিএল দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
জার্সি নম্বর ৯৯
ব্যাটিং-এর ধরণ ডান হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা লেগস্পিনার
স্ত্রী/ বান্ধবী-র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন ধনু
শখ সিনেমা দেখা
পঠনপাঠন
ইন্সটাগ্রাম প্রোফাইল @mishiamit
ফেসবুক প্রোফাইল
ট্যুইটার (X) হ্যান্ডেল @MishiAmit

আন্তর্জাতিক ক্রিকেটে অমিত মিশ্রের অভিষেক (Amit Mishra Debut in International Cricket in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১৭/১০/২০০৮ অস্ট্রেলিয়া মোহালি
ওয়ান ডে ১৩/০৪/২০০৩ দক্ষিণ আফ্রিকা ঢাকা
টি-২০ ১৩/০৬/২০১০ জিম্বাবুয়ে হারারে

যে দলগুলির হয়ে খেলেছেন অমিত মিশ্র (Amit Mishra Teams)-

ভারত, ভারত-এ, ভারত রেড, ভারত ব্লু, অবশিষ্ট ভারতীয় একাদশ, ভারত অনুর্দ্ধ-১৯, ভারত এমার্জিং প্লেয়ার্স, নর্থ জোন, ওয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন, চণ্ডীগড়, ডেকান চার্জার্স, দিল্লী ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, হরিয়ানা।

অমিত মিশ্রের কেরিয়ার পরিসংখ্যান (Amit Mishra Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট সর্বোচ্চ বোলিং গড় ইকোনমি রেট ইনিংস ৫ উইকেট ইনিংসে ১০ উইকেট রান
Test ২২ ৭৬ ৮/৭১ ৩৫.৭২ ৩.১৯ ০১ ০০ ৬৪৮
ODI ৩৬ ৬৪ ৬/৪৮ ২৩.৬০ ৪.৭২ ০২ ০০ ৪৩
T20i ১০ ১৬ ৩/২৪ ১৫.০০ ৬.৩১ ০০ ০০ ০০
IPL ১৬১ ১৭৩ ৫/১৭ ২৩.৮৪ ৭.৩৭ ০২ ০০ ৩৮১
FC ১৫২ ৫৩৫ ৬/৬৬ ২৯.১৭ ৩.০৩ ২১ ০১ ৪১৭৬
List-A ১৫২ ২৫২ ৬/১৩ ২৩.৩৮ ৪.৫৮ ০৬ ০০ ৯১০
T20 ২৯৮ ২৮৪ ৫/১৭ ২২.২৯ ৭.১৫ ০২ ০০ ৮০৮

 অমিত মিশ্র রেকর্ড ও কৃতিত্বসমূহ (Amit Mishra Records in Bengali)-

  • আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক হ্যাট্রিক নেওয়ার কৃতিত্ব রয়েছে অমিত মিশ্রের। তিনি তিনটি হ্যাট্রিকের মালিক। দ্বিতীয় স্থানে রয়েছেন যুবরাজ সিং। তিনি নিয়েছেন দুটি হ্যাট্রিক।
  • আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অমিত মিশ্র। ১৬১ ম্যাচে তাঁর সংগ্রহ ১৭৩ উইকেট। তাঁর আগে রয়েছে যুজবেন্দ্র চাহাল, ডোয়েন ব্র্যাভো, পীয়ূষ চাওলা ও ভুবনেশ্বর কুমার।
  • বামন কুমার ও নরেন্দ্র হিরওয়ানির পর তৃতীয় লেগস্পিনার হিসেবে টেস্ট হ্যাট্রিকেই এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নজির গড়েছিলেন অমিত মিশ্র।
  • কর্ণাটকের বিরুদ্ধে ২০১২-১৩ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেছিলেন অমিত মিশ্র।

যে বিতর্কে জড়িয়েছেন অমিত মিশ্র (Amit Mishra Controversy in Bengali)-

২০১৫ সালে এক তরুণীকে হোটেলের ঘরে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিলো অমিত মিশ্রের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করেছিলো বেঙ্গালুরু পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জামিনে ছাড়া পান অমিত মিশ্র।

অমিত মিশ্র নেট ওয়ার্থ (Amit Mishra Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ৫০ লক্ষ টাকা
  • মোট নেট ওয়ার্থ- ৪৩ কোটি টাকা (আনুমানিক)

অমিত মিশ্র গাড়িসমূহ (Amit Mishra Car Collection)-

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে অমিত মিশ্রের গ্যারাজে মার্সিডিজ বেঞ্জের একটি বহুমূল্য এসইউভি গাড়ি রয়েছে।

অমিত মিশ্র সম্পর্কীত প্রশ্নাবলী (Amit Mishra FAQs)-

অমিত মিশ্র কত সালে প্রথম ভারতীয় দলের হয়ে খেলেন?

২০০৩ সালের এপ্রিল মাসে প্রথমবার ভারতীয় দলের হয়ে মাঠে নামেন অমিত মিশ্র। ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় তাঁর।

অমিত মিশ্র আইপিএলে কোন দলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন?

অমিত মিশ্র আইপিএলে ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া’র বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন।

অমিত মিশ্র জাতীয় দলের কোন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন?

অমিত মিশ্র ভারতের জার্সিতে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

অমিত মিশ্র বর্তমানে কোন দলের হয়ে আইপিএল খেলেন?

অমিত মিশ্র বর্তমানে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলছেন।

অমিত মিশ্রের পছন্দের অভিনেতা কে?

অমিত মিশ্রের পছন্দের অভিনেতা অমিতাভ বচ্চন।