ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়ালের, অজিঙ্কা রাহানের বয়ানে চাঞ্চল্য !! 1

একের পর এক পরাজয় টিম ইন্ডিয়াকে নাস্তাবাবুদ করে দিচ্ছ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে অস্ট্রেলার কাছে পরাজিত হওয়ার পর ভারতীয় দলের সামনে রয়েছে তৃতীয় সিজিনের জন্য এই চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়া। আপাতত ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধেই তারা খেলতে চলেছে প্রথম টেস্ট, আগামী ১২ ই জুলাই থেকে শুরু হতে চলেছে। এই সিরিজ উইন্ডিজ মাটিতে দুটি টেস্ট, ৩ টি ওডিআই ও ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তরুণ প্লেয়ারদের বেছে নিয়েছে নির্বাচকরা আর যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ঋতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad) দলের সুযোগ দেওয়া হয়েছে , আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জিং হতে পারে। কারণ দলে তুলনামূলক অভিজ্ঞ প্লেয়ারের সংখ্যা কমে এসেছে।

Read More: WC 2023: “এরাই হবেন টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ড…” বিশ্বকাপের আগেই যুবরাজ সিং বেছে নিলেন তার তুরুপের দুই তাস !!

তরুণদের কাছে টার্নিং পয়েন্ট হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Yashasvi jaiswal
Yashasvi Jaiswal | Image: Getty Images

সিনিয়র ও যুব খেলোয়াড়দের নিয়ে এবছর উইন্ডিজ সফরে হাজির হয়েছে টিম ইন্ডিয়া। আর এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) সফরে টেস্ট দলে থেকে বাতিল হয়ে গেছেন চেতস্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদব (Umesh Yadav)। এমনকি জায়াগ পাননি সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়সওয়াল  ও ঋতুরাজকে দেখে নিতে চাইছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আগামী দিনের ভবিষ্যৎ হলেন এই দুই প্লেয়ার যে কারণে আসন্ন টেস্ট সিরিজ তাদেরকে ঝালিয়ে নিতে চাইছেন টিম ম্যানেজমেন্ট এমনকি আগামীকাল শুরু হওয়ার টেস্টে দলে অভিষেক করতে চলেছেন জয়সওয়াল। দলের সহ অধিনায়ক রাহানে জয়সওয়ালকে নিয়ে বড় মন্তব্য করেছেন।

অভিষেক করতে চলেছেন যশস্বী

Yashasvi Jaiswal ,
Yashasvi jaiswal | Image: Getty Images

রাহানেও যশস্বী জয়সওয়ালকে স্কোয়াডে বেছে নেওয়ায় খুশি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি জয়সওয়ালের জন্য খুশি, সে খুব কঠোর পরিশ্রম করেছে। এছাড়াও, যশস্বী ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে প্রচুর রান করেছেন। তিনি একজন দুর্দান্ত প্রতিভা এবং তিনি যেভাবে খেলছেন তা দেখে ভালো লাগছে। তার কাছে আমার বার্তা হল ব্যাটিং করার সময় নিজেকে প্রকাশ করুন, স্বাধীনভাবে খেলুন এবং মনে করবেন না যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।” তার এই কথায় স্পষ্ট হয়ে গেল যে আসন্ন সিরিজে তিনি দলে পাচ্ছেন সুযোগ। যশস্বী জয়সওয়ালের ক্যারিয়ারের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, তিনি ৩৭ আইপিএল ম্যাচে ৩২.০৫ গড়ে ১১৭২ রান করেন। এবং প্রথম ভাগের খেলায় ১৫ ম্যাচে ১৮৪৪ রান করেন ৮০.০২ গড়ে। এছাড়া লিস্ট ‘A’ খেলায় ৩২ ম্যাচে ১৫১১ রান সংগ্রহ করেন ৫৪ গড়ে। এবং টি-টোয়েন্টিতে ৫৭ ম্যাচে ১৫৭৮ রান করেন ২৯.০৮ গড়ে।

Read Also: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে পৃথ্বী শ’র ভাগ্য খুললো, হঠাৎ করে প্রবেশ এই দলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *