টিম ইন্ডিয়াতে ফিরছেন অভিষেক ও ঋতুরাজ, এই দুই তারকার বিকল্প হিসেবে নামবেন মাঠে !!

দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। গত মাসে তারা জিতেছিলো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সিনিয়রদের মধ্যে অনেকে এরপর সরে দাঁড়ালেও জিম্বাবুয়ের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজ জয়ে কোনো রকম বাধার সম্মুখীন হতে হয় নি দল’কে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও দাপট ধরে রাখলো ‘মেন ইন ব্লু।’ গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ক্যান্ডির […]

অভিষেক শর্মা (Abhishek Sharma)-

উঠতি তারকা অভিষেক শর্মা ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছেন ক্রিকেটজনতার। পাঞ্জাবের অমৃতসর শহরে জন্ম তাঁর। বাবা রাজকুমার শর্মা, মা মঞ্জু শর্মা। কোমল ও সানিয়া নামে দুই বোন রয়েছে অভিষেকের (Abhishek Sharma Family Information)। মাত্র সাড়ে তিন বছর বয়সেই ক্রিকেট ব্যাট হাতে তুলে নেন তিনি। স্থানীয় একটি মাঠে তাঁকে প্রশিক্ষণ দিতেন তাঁর বাবা রাজকুমার শর্মা (Abhishek Sharma First Coach)। এরপর পাঞ্জাবের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে প্রতিষ্ঠা লাভ করেন তিনি।

মাত্র ১৬ বছর বয়সে পাঞ্জাবের সিনিয়র দলের হয়ে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক করেন তিনি। সেই বছরেই অক্টোবরে রঞ্জি ট্রফিতে সুযোগ পান। পরের বছর আসে আইপিএল খেলার সুযোগ। দিল্লী ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামেন অভিষেক। প্রথম ম্যাচ ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (Abhishek Sharma Debut)। এরপর খানিক ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার, তবে আপাতত কঠিন সময়কে পিছনে ফেলে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। অভিষেকের মেন্টর কিংবদন্তি তারকা যুবরাজ সিং (Abhishek Sharma Mentor) অবধি জানিয়েছেন ‘মাস ছয়েকের মধ্যেই ভারতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে অভিষেক।”

বাংলায় অভিষেক শর্মা’র বায়োগ্রাফি (Abhishek Sharma Biography in Bengali)-

সম্পূর্ণ নাম অভিষেক শর্মা
ডাকনাম
জন্মস্থান অমৃতসর, পাঞ্জাব
জন্মতারিখ ৪ সেপ্টেম্বর, ২০০০
উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি (১৭০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল
আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ
জার্সি নম্বর
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ বাম হাতি অর্থোডক্স স্পিনার
ক্রিকেটীয় ভূমিকা ব্যাটিং অলরাউন্ডার
স্ত্রী-র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন কন্যা
শখ গান শোনা, ভ্রমণ
পঠনপাঠন দিল্লী পাবলিক স্কুল
ইন্সটাগ্রাম প্রোফাইল @abhisheksharma_4
ফেসবুক প্রোফাইল @CircleofCricket.AbhishekSharma
ট্যুইটার (X) হ্যান্ডেল @IamAbhiSharma4

অভিষেক শর্মা’র আন্তর্জাতিক অভিষেক (Abhishek Sharma’s International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে
টি-২০

১০ নভেম্বর ২০১৭ সালে অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের হয়ে কুয়ালালামপুরে মালয়েশিয়া অনুর্দ্ধ-১৯ দলের বিপক্ষে অভিষেক হয় অভিষেকের।

যে দলগুলির হয়ে খেলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma Teams)-

ভারত অনুর্দ্ধ-১৯, পঞ্চকুলা কিংস, পাঞ্জাব, দিল্লী ডেয়ারডেভিলস (ক্যাপিটালস), সানরাইজার্স হায়দ্রাবাদ।

অভিষেক শর্মা কেরিয়ার পরিসংখ্যান (Abhishek Sharma Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test
ODI
T20i
IPL ৫৫ ১১৮০ ৭৫ ২৫.১১ ১৫০.৯ ০০ ০৫ ০৯
FC ২৪ ১০৭১ ১০০ ৩০.৬০ ৭০.৪৬ ০১ ০৫ ২০
List-A ৫৩ ১৫৪৭ ১৬৯* ৩১.৫৭ ৯২.৫২ ০৩ ০৫ ২৯
T20 ৯৬ ২৪৭৫ ১১২ ৩০.১৮ ১৫১.৪৬ ০৩ ১৪ ৩০

অভিষেক শর্মার রেকর্ড ও কৃতিত্বসমূহ (Abhishek Sharma Records in Bengali)-

  • লিস্ট-এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানটির মালিক অভিষেক শর্মা। ২০২১ সালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাত্র ৪২ বলে শতরান করেন তিনি।
  • ২০১৫-১৬ মরসুমে বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি রাজ সিং দুঙ্গারপুর পুরষ্কার পান।

যে বিতর্কে জড়িয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma Controversy in Bengali)-

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন মডেল তানিয়া সিং। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত্যুর ঠিক আগে অভিষেক শর্মাকে ফোন করেছিলেন তিনি। মৃতের ফোন থেকে দুজনের একাধিক সেলফিও পাওয়া যায়। সেই সময় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিলো অভিষেক’কে। জানা যায় যে সম্পর্কে ছিলেন দুজনে। পরে অভিষেক যোগাযোগ বন্ধ করে দেন তানিয়ার সাথে।

অভিষেক শর্মা নেট ওয়ার্থ (Abhishek Sharma Net Worth)-

  • আইপিএল ২০২৪- ৬.৫০ কোটি টাকা
  • মোট নেট ওয়ার্থ- ১১ কোটি টাকা (আনুমানিক)

অভিষেক শর্মা সম্পর্কীত প্রশ্নাবলী (Abhishek Sharma FAQs)

অভিষেক শর্মা'র বয়স কত?

অভিষেক শর্মার বয়স ২৩ বছর।

অভিষেক শর্মা কোন দলের হয়ে আইপিএল খেলেন?

অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলে থাকেন।

অভিষেক শর্মার পছন্দের ক্রিকেটার কে?

অভিষেক শর্মার পছন্দের ক্রিকেটার শচীন তেন্ডুলকর ও যুবরাজ সিং।

অভিষেক শর্মা'র মেন্টর কে?

অভিষেক শর্মা'র মেন্টর যুবরাজ সিং।

অভিষেক শর্মার প্রথম কোচ কে?

অভিষেক শর্মা প্রথম তাঁর বাবা রাজকুমার শর্মার তত্ত্বাবধানে অনুশীলন করতেন।