“অযথা টাকা নষ্ট…” পাঞ্জাবের বিরুদ্ধে ৭ রানে প্যাভিলিয়নে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার, সমাজ মাধ্যমে হলেন ট্রোল !! 1

IPL 2025: রুদ্ধশ্বাস এক ম্যাচ দেখতে পাওয়া যাচ্ছে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের (PBKS vs KKR) মধ্যে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে এসে খুব জলদি উইকেট হারাতে শুরু করে পাঞ্জাব কিংস। কেবলমাত্র ১১১ রানে দশ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভার খেলার সুযোগ পায়নি পাঞ্জাব কিংস। তার আগেই দশ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব।

পাঞ্জাব কিংসের হয়ে আজকের ম্যাচে সর্বোচ্চ ১৫ বলে ৩০ রানের ইনিংসটি খেলেন প্রভশিমরন সিং (Prabhsimran Singh) এবং প্রিয়ান্স আর্য (Priyansh Arya) ১২ বলে ২২ রান বানান। শেষের দিকে শশাঙ্ক সিং ১৮ ও জেভিয়ার বারলেট ১১ রান বানাতে সক্ষম হন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন হার্ষিত রানা (Harshit Rana)। তাছাড়া দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। তবে, নাইট রাইডার্স দল এই রান তাড়া করতে এসে বেশ সমস্যার সম্মুখীন হয়েছিল। ওপেনিং করতে এসে সুনীল নারিন (Sunil Narine) ৪ বলে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এমনকি ৪ বলে ২ রান হাঁকিয়ে কুইন্টন ডি কককে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন জেভিয়ার বারলেট।

আবার একবার ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার

Ipl 2025
Venkatesh Iyer | Image: Twitter

ক্যাপ্টেন রাহানে ১৭ এবং অর্ষদীপ সিং ২৮ বলে ৩৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অঙ্গকৃষ রঘুবংশী। রাহানে আউট হতেই ক্রিজে আসেন কলকাতা নাইট রাইডার্স দলের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। এই মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি ভেঙ্কটেশ আইয়ারের। আজকের ম্যাচে দ্রুত তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। ৪ বলে ৭ রান বানিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লুউ বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ভেঙ্কটেশ। ভেঙ্কটেশ আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

এক ভক্তের দাবি, “একে আগে দল থেকে বার করা উচিত।”, অন্য এক ভক্ত বলেছেন, “ভেনকী মাইসরের মনে হয় প্রাইভেট ভিডিও ভেঙ্কটেশ আইয়ারের কাছে আছে।” অন্য একজন ভক্ত লিখেছেন, “এর (ভেঙ্কটেশ আইয়ার) জন্যই KKR দলটা বদনাম হচ্ছে।” আবার একজন ভেঙ্কটেশ আইয়ারকে উদ্দেশ্য করে লিখেছেন, “২৩ কোটি ফিরিয়ে দাও, আর বাঁকি টাকাটা দল ছাড়ার জন্য রেখে দাও।”

দেখে নিন টুইট-

Read Also: IPL 2025: চাহালের চাতুর্যে মাত রিঙ্কু সিং, ফাঁদে পা ফেলে সাজঘরে নাইট তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *