ipl-2025-kkr-trolled-post-loss-vs-pbks

IPL 2025: গত বছর ইডেন গার্ডেন্সে ২৬১ রান করে পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে জিততে পারে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবার তাদের বিরুদ্ধে নতুন লজ্জার সম্মুখীন হতে হলো বেগুনি-সোনালী বাহিনীকে। টসে জিতে প্রথম ব্যাটিং করে সাকুল্যে ১১১ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিলো পাঞ্জাব। সেটুকু রান’ও তাড়া করতে পারলেন না অজিঙ্কা রাহানে, ক্যুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়াররা। ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার পালা শুরু হয়েছিলো কলকাতার ব্যাটারদের। সেই ধস আর থামলোই না গোটা ম্যাচে। ১৫.১ ওভারে মাত্র ৯৫ রান করে গুটিয়ে গেলো ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের ইনিংস। পাঞ্জাবের ব্যাটিং শেষে নেটদুনিয়ায় উচ্ছ্বাসে মেতেছিলেন নাইট সমর্থকদের একাংশ। ম্যাচের ফলাফল সামনে আসতেই সেই উচ্ছ্বাস বদলে গেলো ক্ষোভে। চলতি আইপিএলে (IPL) ৭ ম্যাচের মধ্যে এই নিয়ে চতুর্থবার হারলো কলকাতা।

Read More: ১১২ রান তাড়া করতে গিয়ে লেজে গোবরে কলকাতা নাইট রাইডার্স, ১৬ রানে ম্যাচ জিতলো PBKS !!

জেভিয়ার বার্টলেটের বলে ক্যুইন্টন ডি কক (Quinton de Kock) যখন ফেরেন তখন কলকাতার স্কোরবোর্ডে ৭ রান। ‘আর কতদিন খেলে যাবে ও?’ প্রোটিয়া কিপার-ব্যাটারের ব্যর্থতার পর প্রশ্ন তুলেছেন সমর্থকেরা। দাবী উঠেছে রহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দেওয়ার। রান পান নি সুনীল নারাইন’ও (Sunil Narine)। ৫ করে ফেরেন সাজঘরে। আজকের ম্যাচে প্রশ্নবিদ্ধ কলকাতার তারকাখচিত মিডল অর্ডার। অধিনায়ক রাহানে ১৭ বলে ১৭ করে আউট হন। ‘আরও দায়িত্বশীল হওয়া উচিৎ ছিলো ওর,’ লিখেছেন এক ক্ষুব্ধ নাইট অনুরাগী। ‘কঠিন সময়েই কারও দক্ষতা চেনা যায়,’ লিখেছেন অন্য একজন। ‘ফ্লপ’ ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার। ৭ করে ফিরতেই উড়ে এসেছে কটাক্ষ। ‘কলকাতা ভুল আইয়ারকে দলে ফিরিয়েছে। শ্রেয়সের প্রয়োজন ছিলো,’ লিখেছেন এক নেটনাগরিক। হতাশ করেন রিঙ্কু’ও (Rinku Singh)। আউট হন ২ করে।

৭২/৩ অবস্থা থেকে হঠাৎই ৭৯/৮ হয়ে গিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। হতচকিত হয়ে গিয়েছিলেন দর্শকেরা। এরপর মরণকামড় দেওয়ার চেষ্টা করেছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ২টি ছক্কা ও ১টি চার মারেন তিনি। কিন্তু যথেষ্ট ছিলো না তা। বৈভব আরোরা অপর প্রান্তে আর্শদীপের বলে আউট হওয়ায় চাপ আরও বাড়ে কলকাতার অলরাউন্ডারের উপর। শেষে আর সামলাতে পারেন নি তিনি। ইয়ানসেনের বলে বোল্ড হতেই থেমে যায় নাইটদের যাবতীয় প্রতিরোধ। আজকের ম্যাচে পাঞ্জাব জার্সিতে নায়ক নিঃসন্দেহে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর একটা ঝোড়ো স্পেলই বদলে দিয়েছে ম্যাচের গতিপ্রকৃতি। তিনি ফর্মে ফেরায় খুশি নেটজনতা। ‘বুঝিয়ে দিলো কেন ও আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী,’ লিখেছেন এক অনুরাগী। ‘চাহালের ফর্মে ফেরা পাঞ্জাবের জন্য স্বস্তির খবর, মন্তব্য আরেকজনের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: চাহালের চাতুর্যে মাত রিঙ্কু সিং, ফাঁদে পা ফেলে সাজঘরে নাইট তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *