IPL 2025: সুবিধা করে দেওয়া হয়েছে ধোনিদের, লক্ষ্ণৌ-চেন্নাই ম্যাচ ঘিরে উঠলো ফিক্সিং-এর অভিযোগ !! 1

IPL 2025: গতকাল এক জমজমাট ম্যাচের সাক্ষী থাকলো লক্ষ্ণৌ’র একানা স্টেডিয়াম। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের কার্যনির্বাহী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এইডেন মার্করাম, নিকোলাস পুরানরা দ্রুত সাজঘরে ফিরলেও ঋষভ পন্থের অর্ধশতকের সৌজন্যে ২০ ওভারে ১৬৬ অবধি পৌঁছেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। রান তাড়া করতে নেমে একটা সময় অনেকখানি এগিয়ে ছিলো চেন্নাই (CSK)। কিন্তু মাঝের ওভারে পরপর উইকেটের পতন চাপ বাড়ায় তাদের উপর। সঙ্কটমোচন হয়ে ফের দেখা দেন ধোনিই। ৪৩ বছর বয়সেও তিনি যে ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম তা বুঝিয়ে দেন কিংবদন্তি তারকা। শিবম দুবের সাথে ধোনির জুটি ২ পয়েন্ট নিশ্চিত করে চেন্নাইয়ের। পাঁচ ম্যাচে হারের পর এই জয় স্বস্তি ফিরিয়েছে চেন্নাই শিবিরে, কিন্তু অস্বস্তি বেড়েছে কারচুপির অভিযোগ ওঠায়।

Read More: LSG vs CSK: “আবার ক্লাস নেবেন..” চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে ঋষভ পান্থকে নিয়ে চর্চা নেট পাড়ায় !!

টসে কারচুপির অভিযোগ CSK-এর বিরুদ্ধে-

Rishabh Pant and MS Dhoni | IPL | Image: Getty Images
Rishabh Pant and MS Dhoni | IPL | Image: Getty Images

গতকাল একানা স্টেডিয়ামে টসের সময় দেখা গেলো গুরু-শিষ্যের খুনসুটি। একে অপরকে জড়িয়ে ধরেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ও চেন্নাইয়ের নেতা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হাসিমুখে আলাপচারিতাও সারতে দেখা যায় তাঁদেরকে। এত অবধি সব ঠিকই ছিলো। কিন্তু টসের মুদ্রা শূন্যে যাওয়া মাত্রই তৈরি হয় বিতর্ক। অ্যাওয়ে টিমের অধিনায়ক হওয়ার সুবাদে ধোনিই ‘কল’ করেছিলেন। তিনি ‘হেডস’ বলেছিলেন না ‘টেলস’ বলেছিলেন তা স্পষ্ট শোনা যায় নি। ‘হেডস’ পড়ার পর টস অনুষ্ঠানের সঞ্চালক মুরলী কার্তিক (Murali Kartik) ধোনিকেই জিজ্ঞাসা করেন যে তিনি ‘টেলস’ বলেছিলেন কিনা। কিন্তু পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক জানান যে তিনি ‘কল’ করার সময় আদতে ‘হেডস’ই বলেছিলেন। ধন্দ থাকলেও দ্বিতীয়বার আর টস করা হয় নি। জয়ী ঘোষণা করা হয় চেন্নাইকেই।

টসের সময় এই ঘটনাটিকে ঘিরেই দানা বেঁধেছে রহস্য। পাঁচ ম্যাচে একটানা হেরে বিদায় নেওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো চেন্নাই সুপার কিংস (CSK)। আইপিএলের (IPL) প্রাথমিক পর্বেই যাতে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছিটকে না যায় তা নিশ্চিত করতেই টসে ধোনি (MS Dhoni) ও চেন্নাই’কে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, অভিযোগের আঙুল তুলছেন নেটিজেনদের একাংশ। ধোনি’কে নিয়ে টস বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও কার্যত একই ঘটনা ঘটতে দেখা গিয়েছিলো। সেবার কয়েন শূন্যে ছুঁড়েছিলেন ভারতীয় তারকা। প্রতিপক্ষ ছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। ভরা ওয়াংখেড়ের চিৎকারের মাঝে সাঙ্গাকারা ঠিক কি বলেছিলেন তা শুনতে পান নি জেফ ক্রো। দ্বিতীয়বার টস করা হয়েছিলো সেবার। জেতেন সাঙ্গাকারাই।

দেখুন কি ঘটেছিলো ঘটনাটি-

লক্ষ্ণৌর মাঠে ভীড় চেন্নাই সমর্থকদের-

Chennai Super Kings | IPL | Image: Getty Images
Chennai Super Kings | IPL | Image: Getty Images

গতকাল খেলা ছিলো লক্ষ্ণৌর ঘরের মাঠে। কিন্তু গ্যালারিতে নীল রঙের চিহ্নমাত্র চোখে পড়লো না। বরং দেখা গেলো হলুদ জার্সির সুনামি। একানা স্টেডিয়াম কার্যত হাইজ্যাক করে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংস (CSK) সমর্থকেরা। টসের সময় থেকেই শোনা যাছিলো ‘ধোনি…ধোনি’ গর্জন। সম্ভবত এই বারই শেষ আইপিএল (IPL) খেলছেন কিংবদন্তি তারকা। ঋতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে নেতৃত্ব’ও ফিরে পেয়েছেন তিনি। সব কিছু মিলে ভক্তদের মধ্যে যে আবেগের স্রোত কাজ করছে তারই প্রতিফলন গতকাল চোখে পড়লো একানা স্টেডিয়ামে। অনুরাগীদের ভালোবাসা ছুঁয়ে গিয়েছে ধোনিকেও (MS Dhoni)। টস জয়ের পর মুরলী কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমি সত্যিই ভাগ্যবান। আমি বা আমাদের দল যেখানেই যায়, ভালো সমর্থন পায়। সবাইকে ধন্যবাদ। ক্রিকেটকে আমরা সত্যিই উপভোগ করতে চাই।”

Also Read: IPL 2025: মহেন্দ্র মহিমায় জিতলো চেন্নাই, ঘরের মাঠে ৫ উইকেটে পরাজয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *