কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 1

মুম্বই: ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে ছিলেন রবি শাস্ত্রী। তিনি ছাড়া এই পদে বসার জন্য অন্যান্য উল্লেখযোগ্য ছিলেন বীরেন্দ্র সহবাগ ও টম মুডি। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় অনিল কুম্বলে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর শেষ মুহুর্তে আবেদন করেন শাস্ত্রী। অধিনায়ক কোহলি, শাস্ত্রীর একজন বড় সমর্থক ও তাকেই কোচ হিসেবে চেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। শাস্ত্রী ও কোহলি, দুজনেই আক্রমনাত্মক ক্রিকেট পছন্দ করে।

কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 2
রবি শাস্ত্রী

৫৫ বছর বয়সী শাস্ত্রী কোচ হওয়ার পর জানিয়ে দেন যে, ভারতীয় দল ও কোহলি আগামী ৫-৬ বছরে অনেক বেশি উচ্চতায় পৌঁছোতে পারে। তিনি বলেন, “আমি মনে করি কোহলি এখনও তার সেরা ফর্মে পৌঁছোতে পারেনি। আগামী ৫-৬ বছরে কোহলি অনেক দূর যাবে। বর্তমান ভারতীয় দলটি ক্রিকেটের সব ফর্ম্যাটে এক নম্বর হতে পারে। এটা ভারতের সর্বকালের সেরা দলও হতে পারে। সে দক্ষতা ও যোগ্যতা সবই দলটির আছে। ২০ উইকেট নেওয়ার মতো পেস আক্রমণও আমাদের আছে।”

কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 3
বিরাট কোহলি
কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 4
ভারতীয় ক্রিকেট দল

রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। তবে এটা মোটেও সহজ হবে না। দলের কোচিং করানোটা একটা চ্যালেঞ্জ হবে। তবে ভাল করার ব্যাপারে তিনি অাত্মবিশ্বাসী। গোটা বিষয়টা নিয়ে শাস্ত্রী জানিয়ে দেন যে ভারতের বর্তমান সময়ে সেরা টেস্ট দল এই বিরাট ব্রিগেড। তাঁর মতে, এটা এমন একটা দল যেখানে বেশ ভাল কয়েকজন পেসার রয়েছে যারা যে কোন কন্ডিশনে ভাল করতে পারে। তাদের বয়সটাও এমন যে তারা সঠিক সময়ে খেলছে।

এর অাগে ভারতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন শাস্ত্রী। তখনও একরকম কোচের দায়িত্বই পালন করেছেন তিনি। শাস্ত্রীকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করার পাশাপাশি বিসিসিআই রাহুল দ্রাবিড়কে বিদেশ সফরে দলের ব্যাটিং পরামর্শদাতা ও জহির খানকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে।

কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 5
রাহুল দ্রাবিড়
কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 6
জাহির খান

তবে অাগামীদিনে ভারতীয় দলে ধোনি আর যুবরাজের ভূমিকা কী হবে সেটা ঠিক করতে হবে শাস্ত্রীকে। অলরাউন্ডার হিসেবে হার্দিকের মত হার্ড হিটার যেভাবে উঠে আসছেন তাতে ধোনি অার যুবি কতদিন? এই বিষয়ে তিনি বলেন, “ধোনি ও যুবরাজ দুজনে চ্যাম্পিয়ন ক্রিকেটার। ২০১৯ বিশ্বকাপ এখনও অনেক দূরে রয়েছে। দেখতে হবে এর মাঝের সময়টা কেমন কাটে।”

কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 7
যুবরাজ সিং
কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 8
মহেন্দ্র সিং ধোনি
কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন.. 9
মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিং

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *