গত বছর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ত্রিশতরান হাঁকিয়ে গোটা ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান ভারতের তরুণ তুর্কি ব্যাটসম্যান করুন নায়ার। ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের এভাবে ওপরে উঠে আসা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ভারতীয় দলের জার্সি গায়ে টেস্টে ত্রিশতরান হাঁকিয়ে তিনিই দেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ত্রিশতরানকারি ব্যাটসম্যান হিসেবে ওপরে উঠে আসেন। সে ম্যাচে যেভাবে ইংরেজ বোলারদের ব্যাট হাতে তুলোধোনা করেছিলেন, তাতে কর্ণাটকের এই ব্যাটসম্যানটিকে অনেকেই ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত বলে ভাবতে শুরু করে দিয়েছিলেন। তারপর ভারতের সেরা একাদশে নিজের জায়গা পাকা করতে গিয়ে রীতিমতো কড়া টক্কর দিয়ে বসেছিলেন অজিঙ্কে রাহানেকেও। যদিও তাঁর ব্যাটিং ঝড় মাঠে খুববেশি দিন টিকতে পারলো না। চলতি বছরের শুরুর দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে ডাহা ফেল হতে দেখা যায় তাঁকে। অজিদের বিরুদ্ধে তিন টেস্টে সব মিলিয়ে মাত্র ৫৪ রান করতে সমর্থ হয়েছিলেন। যার ফলে কর্ণাটকের এই ব্যাটসম্যানের ওপর থেকে এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের মোহ ক্রমে কমেই যায়।

এখানে দেখুনঃ সৌরভের বিরুদ্ধে অভিযোগের তীর বেদির
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করার ফলে ক্রমে তাঁর খেলার খারাপ দিকগুলি সবার সামনে ভেসে উঠতে থাকে। চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি–২০ আন্তর্জাতিক সিরিজের পর ভারত এই জুলাই মাসে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। করুন নায়ারের সর্বশেষ টেস্ট পারফরম্যান্সকে মাথায় রেখে জাতীয় দলের নির্বাচকরা তাঁকে পরবর্তী লঙ্কা সফরের জন্য দলে রাখবেন না, তা বলা যেতেই পারে। কারণ, নির্বাচকেরা এরই মধ্যে করুন নায়ারকে ভারতের ‘এ’ দলের জন্য বেছে নিয়েছেন। ভারতের এই ‘এ’ দল আগামী সময়ে দক্ষিণ আফ্রিকায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং প্রোটিয়াসদের সঙ্গে একটা ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলবে। টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজ দিয়েই প্রতিযোগিতা শুরু করবে। দুটি সিরিজই জুলাইয়ের ২৬ তারিখ থেকে শুরু হবে। এর ফলে এটা অনেকটাই পরিস্কার যে নির্বাচকরা করুন নায়ারকে শ্রীলঙ্কা সফরের জন্য দলে রাখবেন না। তার ওপর সদ্য শেষ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। এই মুহূর্তে তাঁর ফিটনেসও চূড়ান্ত পর্যায়ে। এর ফলে ভারতের টেস্ট দলে করুন নায়ারের জায়গায় রোহিতের জায়গা পাওয়াটা আপাতত অনেকটা নিশ্চিত।

আরোও দেখুনঃ জাতীয় দলে দুই ভাই একসঙ্গে খেলার স্বপ্ন পূরণ করতে তৈরি ক্রুনাল পান্ডিয়া!
ভারতের প্রাক্তন নির্বাচক কিরন মোরে অবশ্য মনে করেন, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে করুন নায়ার নিজের জায়গা পাকা করে নিতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি না করুন নায়ার টেস্ট দলে জায়গা পাবে না। ভারতের টেস্ট দলে ওকে ডাকা হতে পারে। ভারতের ‘এ’ দলেও ওর জায়গায় অন্য কাউকে ডেকে নেওয়া হতে পারে। দুটি সিরিজ এক সঙ্গে শুরু হওয়ায় এই মুহূর্তে একটা জটিলতা তৈরি হচ্ছে। তবে তার মানে এই নয় যে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা করুন নায়ারকে শ্রীলঙ্কা সিরিজের জন্য উপেক্ষা করবেন। নায়ার ভারতীয় ‘এ’ দলে জায়গা পাওয়ায় ওর আত্মবিশ্বাস আপাতত অনেকটাই বেড়ে রয়েছে।”
