ফের কোচ নির্বাচন নিয়ে মুখ খুললেন বিরাট, দেখে নিন কি বললেন ভারত অধিনায়ক 1

ভারতীয় দলের কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফার পরে, বিরাটদের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে বিশ্ব ক্রিকেটে জল্পনার শেষ নেই। প্রসঙ্গত, কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গেই কোচ হিসাবে মেয়াদ শেষ হয় কুম্বলের। যখন মনে করা হচ্ছিল, সফল কোচ হওয়ার সুবাদে কুম্বলেই হয়তো এই পদে থেকে যাবেন, তখন বিরাটের সঙ্গে মনোমালিন্যের কথা স্বীকার করে পদত্যাগ করেন কুম্বলে। তাঁর অধীনে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে ভারত। ঘরের মাঠে তারা নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়লাভ করে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ওঠে দল।

ফের কোচ নির্বাচন নিয়ে মুখ খুললেন বিরাট, দেখে নিন কি বললেন ভারত অধিনায়ক 2
বিরাট কোহলি

এখানে দেখুনঃ কোচ হলে মুখ বন্ধ রাখতে হবে সহবাগকে!

অধিনায়কের সমালোচনা করে কুম্বলের পদত্যাগের পরে অনেকেই মনে করছিলেন, সদ্য প্রাক্তন কোচের বিরুদ্ধে কোনও বোমা ফাটাবেন বিরাট। কিন্তু কয়েকদিন পরে ভারত অধিনায়ক বলেন, “আমি কুম্বলের সিদ্ধান্তকে সম্মান করি।”

ফের কোচ নির্বাচন নিয়ে মুখ খুললেন বিরাট, দেখে নিন কি বললেন ভারত অধিনায়ক 3
বিরাট কোহলি ও অনিল কুম্বলে

এদিকে ভারতের নতুন কোচের জন্য আবেদন করেছেন কুম্বলের আগে বিরাটদের দায়িত্ব সামলানো দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী। যিনি আবার বিরাট ব্রিগেডের পছন্দের লোক।রবি শাস্ত্রীর কোচের পদে ফেরার সম্ভবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। এরই মধ্যে দলের নতুন কোচ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন বিরাট। অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক বলেন, “এখন আমাদের ফোকাস এই ক্যারিবিায়ন সিরিজ নিয়ে। কোচ নিয়ে দেশের ক্রিকেট বোর্ড নিজের কাজ করছে। আমাদের মুল লক্ষ্য এখানে সিরিজ জিতে দেশে ফেরা এবং পরের সিরিজ নিয়ে চিন্তাভাবনা করা।”

ফের কোচ নির্বাচন নিয়ে মুখ খুললেন বিরাট, দেখে নিন কি বললেন ভারত অধিনায়ক 4
বিরাট কোহলি

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরাট জানিয়েছেন, তাঁর মতামত জানতে চাওয়া হলে অবশ্যই তাঁর বক্তব্য পেশ করবেন। ভারত অধিনায়ক বলেন, “ব্যক্তিগতভাবে আমি বিশেষ কাউকে চাওয়ার ব্যাপার নিয়ে কিছু বলতে যাব না। তবে, বোর্ড যদি তা নিয়ে মতামত জানতে চায়, তাহলে গোটা দলের পক্ষ থেকে আমি মতামত দিতে পারি।যেমনটা আমরা সচারচর করে থাকি।”

ফের কোচ নির্বাচন নিয়ে মুখ খুললেন বিরাট, দেখে নিন কি বললেন ভারত অধিনায়ক 5
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ছিলেন অনিল কুম্বলে

আরোও দেখুনঃ দু’বছরের জন্য ভারতীয় ‘এ’ দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়

এরই সঙ্গে বিরাটের সংযোজন, “কোচ বাছাই একটা পুরনো প্রক্রিয়া। সেটাকে সকলেই সম্মান জানায়। সেখানে যে বক্তব্য পেশ করা হবে, সেটা পুরো দলের পক্ষ থেকেই বলা হবে। এক্ষেত্রে ব্যক্তিগত মতামতকে অগ্রাধীকার দেওয়ার কোনও প্রশ্নই নেই।”

ফের কোচ নির্বাচন নিয়ে মুখ খুললেন বিরাট, দেখে নিন কি বললেন ভারত অধিনায়ক 6
পরবর্তী ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনজনের ওপর (বাঁদিক থেকে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণ এবং সচিন তেন্ডুলকর)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *