IND vs SL: “নেটেই খেলতে হত…” যশস্বী জয়সওয়ালের দিকে কটাক্ষের তীর ছুঁড়লেন আশিষ নেহরা !!

IND vs SL: শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে টি-২০ সিরিজের সূচনাটা করলো ভারতীয় দল। গতকাল পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে টিম ইন্ডিয়াকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক চরিথ আশালঙ্কা। মাদুশাঙ্কা-তীক্ষণাদের বিপক্ষে জ্বলে ওঠে ভারতের টপ-অর্ডার। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ২১৩ রান স্কোরবোর্ডে তুলে নেয় […]

যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)-

ভারতীয় ক্রিকেট দলের নতুন মুখদের মধ্যে অন্যতম যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। জীবনযুদ্ধে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে আজ সাফল্যের শীর্ষে পা রেখেছেন তিনি। উত্তরপ্রদেশের সুরিয়ান শহরে এক দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেছিলেন যশস্বী। তাঁর বাবার নাম ভূপেন্দ্র জয়সওয়াল। মা কাঞ্চন জয়সওয়াল। তাঁর আরও পাঁচ ভাই-বোন রয়েছে (Yashasvi Jaiswal Family) । ১০ বছর বয়সে মুম্বই চলে এসেছিলেন যশস্বী। সেখানেই আজাদ ময়দানে তাঁর ক্রিকেটশিক্ষার হাতেখড়ি। একটি দুধের দোকানে কাজের বিনিময়ে থাকার জায়গা মিলেছিলো তাঁর। কিন্তু ক্রিকেটের কারণে নিয়মিত কাজ করতে না পারায় বিতাড়িত হতে হয়। এরপর আজাদ ময়দানের একটি তাঁবুতেই মাঠকর্মীদের সাথে রাত কাটাতে হত তাঁকে। কষ্ট সহ্য করেও দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন তিনি। অর্জন করেছেন সাফল্য।

২০১৩ সালে কোচ জ্বালা সিং-এর (Jwala Singh) নজরে পড়েন যশস্বী (Yashasvi Jaiswal First Coach)। তাঁর হাত ধরেই সাফল্যের সিঁড়ি চড়া শুরু করেন বাম হাতি ব্যাটার। তিনিই যশস্বীর জন্য থাকার জায়গার ব্যবস্থা করেন। এরপরে ক্রমেই উপরের দিকে উঠেছে তাঁর কেরিয়ারের গ্রাফ। স্কুল ক্রিকেটের ময়দান থেকে জায়গা করে নেন ঘরোয়া ক্রিকেটের আঙিনায়। ২০১৯-এর জানুয়ারি মাসে মুম্বইয়ের জার্সিতে খেলেন প্রথম রঞ্জি ম্যাচ। ঐ বছরই মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে প্রথম লিস্ট-এ ম্যাচ খেলার অভিজ্ঞতা হয় তাঁর। এরপর অধিনায়ক হিসেবে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে অংশ নেন ২০২০ সালে। আসে আইপিএলের ডাক’ও। ২০২০ সালের নিলামে তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস। সেখানে জাত চেনানোর পর ২০২৩ সালে খুলে যায় ভারতের সিনিয়র দলের দরজাও (Yashasvi Jaiswal Debut)।

বাংলায় যশস্বী জয়সওয়ালের বায়োগ্রাফি (Yashasvi Jaiswal Biography in Bengali)-

সম্পূর্ণ নাম যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল
ডাকনাম
জন্মস্থান সুরিয়ান, উত্তরপ্রদেশ
জন্মতারিখ ২৮ ডিসেম্বর, ২০০১
উচ্চতা ৬ ফিট (১৮৩ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল রাজস্থান রয়্যালস
জার্সি নম্বর ৬৪ (ভারত), ১৯ (আইপিএল)
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি লেগ স্পিন বোলার
ক্রিকেটীয় ভূমিকা বাম হাতি ওপেনিং ব্যাটার
স্ত্রী/ বান্ধবী-র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন মেষ
শখ
পঠনপাঠন BPMG পাব্লিক স্কুল, উত্তরপ্রদেশ
ইন্সটাগ্রাম প্রোফাইল @yashasvijaiswal28
ফেসবুক প্রোফাইল @yashasvijaiswal28
ট্যুইটার (X) হ্যান্ডেল @ybj_19

যশস্বী জয়সওয়ালের আন্তর্জাতিক অভিষেক (Yashasvi Jaiswal International Debut in Bengali)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১২/০৭/২০২৩ ওয়েস্ট ইন্ডিজ রোসেউ
ওয়ান ডে
টি-২০ ০৮/০৮/২০২৩ ওয়েস্ট ইন্ডিজ গায়ানা

যশস্বী জয়সওয়ালের কেরিয়ার পরিসংখ্যান (Yashasvi Jaiswal’s Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ০৯ ১০২৮ ২১৪* ৬৮.৫৩ ৭০.০৭ ০৩ ০৪ ০০
ODI
T20i ১৭ ৫০২ ১০০ ৩৩.৪৬ ১৬১.৯৩ ০১ ০৪ ০০
IPL ৫২ ১৬০৭ ১২৪ ৩২.১৪ ১৫০.৬১ ০২ ০৯ ০০
FC ২৪ ২৮৭৩ ২৬৫ ৭৫.৬০ ৬৮.৩৮ ১২ ০৬ ০০
List-A ৩২ ১৫১১ ২০৩ ৫৩.৯৬ ৮৬.১৯ ০৫ ০৭ ০৭
T20 ৯৮ ২৭৫৭ ১২৪ ৩০.৯৭ ১৪৮.৮৬ ০৩ ১৬ ০০

যে দলগুলির হয়ে খেলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal Teams in Bengali)-

ভারত, ভারত অনুর্দ্ধ-২৩, ভারত অনুর্দ্ধ-১৯, ভারত-এ অনুর্দ্ধ-১৯, অবশিষ্ট ভারত, ভারত-বি, মুম্বই, রাজস্থান রয়্যালস।

যশস্বী জয়সওয়ালের রেকর্ড ও কৃতিত্ব (Yashasvi Jaiswal Records and Achievements in Bengali)-

  • ২০১৮ সালে স্কুল ক্রিকেটেই সাড়া ফেলে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। মুম্বইয়ের হ্যারিস শিল্ডে একই ম্যাচে সর্বোচ্চ রান ও উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।
  • কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে দ্বিশতরান করার কৃতিত্ব রয়েছে যশস্বী জয়সওয়ালের। (Yashasvi Jaiswal Achievements)
  • তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে পরপর দু’টি টেস্ট ম্যাচে দ্বিশতক করেছেন তিনি। তালিকার তাঁর সাথে রয়েছেন বিনোদ কাম্বলি ও বিরাট কোহলি।
  • তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে ভারতের হয়ে দ্বিশতরান করেছেন তিনি। টেস্টের ইতিহাসে একাধিক দ্বিশতরান করা তৃতীয় কনিষ্ঠতম ক্রিকেটারও যশস্বী জয়সওয়াল।
  • টেস্ট ইতিহাসে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করার নিরিখে ষষ্ঠ দ্রুততম ভারতের তরুণ ব্যাটার।
  • টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১টি সিরিজে ২০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
  • টেস্ট ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নিরিখে যুগ্ম শীর্ষে রয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২টি ছক্কা মারেন তিনি। রেকর্ড ভাগ করে নিচ্ছেন ওয়াসিম আক্রমের সাথে।
  • ভারতের হয়ে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন তিনি। যদিও হারতে হয়েছিলো বাংলাদেশের বিরুদ্ধে। তবে ২০২৩ সালে জেতেন এশিয়ান গেমস।

যশস্বী জয়সওয়াল নেট ওয়ার্থ (Yashasvi Jaiswal Net Worth in Bengali)-

  • বিসিসিআই গ্রেড-B চুক্তি- বার্ষিক ৩ কোটি টাকা
  • আইপিএল ২০২৪- ৪ কোটি টাকা
  • টেস্ট ম্যাচ- ১৫ লক্ষ টাকা / ম্যাচ
  • টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা/ম্যাচ
  • মোট নেট ওয়ার্থ- ১৬ কোটি টাকা (২ মিলিয়ন মার্কিন ডলার)

যশস্বী জয়সওয়ালের গাড়ি সংগ্রহ (Yashasvi Jaiswal Car Collection in Bengali)-

ব্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
টাটা হ্যারিয়ার ১৫.৪৯-২৬.৪৪ লক্ষ
মহীন্দ্রা থার ১২-১৮.৬৮ লক্ষ
মার্সিডিজ বেঞ্চ সি এল এ ২০০ ৩৬.৯৭ লক্ষ

যশস্বী জয়সওয়ালের অন্যান্য সম্পত্তি (Yashasvi Jaiswal’s Properties in Bengali)-

মুম্বইয়ের অভিজাত বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি ১১০০ স্কোয়্যার ফিটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে যশস্বী জয়সওয়ালের। যার বাজার মূল্য ৫ কোটি ৬৮ লক্ষ টাকা।

যশস্বী জয়সওয়াল বাণিজ্যিক চুক্তিসমূহ (Yashasvi Jaiswal Brand Endorsements in Bengali)-

  • বুস্ট
  • জেবিএল
  • ফায়ারবোল্ট

যশস্বী জয়সওয়াল সম্পর্কীত সাধারণ প্রশ্নসমূহ (FAQs)-

যশস্বী জয়সওয়াল কোন দলের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটান?

যশস্বী জয়সওয়াল প্রথম টেস্ট ম্যাচ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

যশস্বী জয়সওয়াল কোন দলের বিরুদ্ধে দু'টি টেস্ট দ্বিশতক করেন?

যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট দ্বিশতক করেন।

যশস্বী জয়সওয়াল কোন দলের হয়ে আইপিএল খেলে থাকেন?

যশস্বী জয়সওয়াল আইপিএল খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে।

যশস্বী জয়সওয়ালের প্রথম কোচের নাম কি?

যশস্বী জয়সওয়ালের প্রথম কোচের নাম জ্বালা সিং।

কত সালে যশস্বী জয়সওয়াল অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খেলেছিলেন?

যশস্বী জয়সওয়াল ২০২০ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করেছিলেন।