ব্রেকিং নিউজ: আমেরিকার বিরুদ্ধে ম্যাচেই দল থেকে ‘ভ্যানিশ’ এই ভারতীয় ক্রিকেটার, জারি হলো নিখোঁজ সংবাদ !!

কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) মসৃণ ছন্দে ছুটছে টিম ইন্ডিয়ার (Team India) জয়রথ। গতকাল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো তারা। সীমিত সাধ্য নিয়েও শক্তিশালী ভারতের বিরুদ্ধে যথেষ্ট লড়াই উপহার দিলো মার্কিন দল। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো রোহিত শর্মা। অধিনায়কের আস্থার মর্যাদা দেন পেসাররা। […]

মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল (USA National Cricket Team)-

২০২৪-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল (USA Cricket Team)। বাস্কেটবল, বেসবলের মত খেলার জন্য সাধারণত গোটা পৃথিবী চেনে আমেরিকা’কে, কিন্তু ক্রিকেটেও বাকি দুনিয়ার সাথে দ্রুত তারা যে ব্যবধান কমিয়ে আনছেন তা বুঝিয়ে দিয়েছেন সেই দেশের ক্রিকেটাররা। কানাডা’কে হারানোর পর পাকিস্তানের মত শক্তিশালী প্রতিপক্ষকে স্নায়ুযুদ্ধে পরাস্ত করে টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপ থেকে সুপার এইটের ছাড়পত্র আদায় করে নিয়েছিলো তারা (USA vs PAK)। শেষ আটের লড়াইতে জয়ী না হলেও আগামীতে ক্রিকেটের যে অন্যতম শক্তি হয়ে উঠতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), তা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে দ্রুত ব্যাট-বলের দ্বৈরথ প্রসার লাভ করছে আমেরিকাতে। মূলত দক্ষিণ এশীয় অভিবাসীদের হাত ধরেই আমেরিকা চিনছে ক্রিকেটকে। টি-২০ বিশ্বকাপ জনপ্রিয়তার প্রসারে বড় ভূমিকা নিয়েছে। এই মুহূর্তে সরকারী হিসেবে ৪০০’র বেশী লীগ চলছে গোটা দেশে। নথিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষের গণ্ডী। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকেও (LA Olympics 2028) যুক্ত করা হয়েছে ক্রিকেটকে। আশা রাখা হচ্ছে যে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ নজর কাড়বে ‘জেন্টলমেনস গেম।’

মার্কিন ক্রিকেট দল সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (Team USA General Information in Bengali)-

সম্পূর্ণ নাম আমেরিকা যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল
ডাকনাম ইউএসএ
স্থাপনা ১৯৬৫
নিয়ামক সংস্থা ইউনাইটেস স্টেটস অফ আমেরিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
সভাপতি/চেয়ারম্যান
হেড কোচ স্টুয়ার্ট ল
ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট- usacricket.org
ফেসবুক- @USACRICKET
ইন্সটাগ্রাম- @usacricket
ট্যুইটার (X)- @usacricket
ই-মেল [email protected]
সম্পূর্ণ ঠিকানা 17304 Preston Rd, Suite-800, Dallas, Texas 75252
নেট ওয়ার্থ (২০২৩-২৪)
স্পন্সর আমূল ডেয়ারি।

মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের ইতিহাস (USA Cricket Team History in Bengali)-

  • পৃথিবীর প্রথম প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট ম্যাচটি খেলা হয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। মুখোমুখি হয়েছিলো আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৮৪৪ সালে নিউ ইয়র্কের সেন্ট জর্জেস পার্কে অনুষ্ঠিত হয়েছিলো ম্যাচটি। ২০০০০ দর্শক এই ম্যাচটি দেখতে উপস্থিত হয়েছিলেন।
  • ১৮৫৯,১৮৬৮, ১৮৭২ সালে ইংল্যান্ড দল উত্তর আমেরিকা সফরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ক্রিকেট ম্যাচ খেলেছিলো (History of Cricket in America)।
  • বেসবল, বাস্কেটবলের মত খেলার দাপটে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকেই জনপ্রিয়তা হারাতে থাকে ক্রিকেট।
  • ১৯৬৫ সালে আইসিসি’র তরফ থেকে অ্যাসোসিয়েট দেশের মর্যাদা লাভ করে মার্কিন ক্রিকেট দল।
  • ১৯৭৯ সালে আইসিসি ট্রফিতে অংশ নেয় আমেরিকা যুক্তরাষ্ট্র (USA Cricket Team)। যদিও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে নি তারা।
  • ২০০৪ সালের আইসিসি সিক্স নেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতা জিতে ঐ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করেছিলো আমেরিকা।
  • ২০০৪ সালেই তারা নিজেদের প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
  • ২০১৮ সালে পূর্ণ টি-২০ স্টেটাস লাভ করে তারা। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক টি-২০ খেলে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে।
  • যুগ্ম আয়োজক হিসেবে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মত প্রতিপক্ষকে হারানো নিঃসন্দেহে তাদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন।

বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র স্কোয়াড-

           নাম ক্রিকেটীয় ভূমিকা  
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক) উইকেটরক্ষক
অ্যারন জোনস (সহ-অধিনায়ক) ব্যাটার
আন্দ্রিয়াস গাউস উইকেটরক্ষক
কোরি অ্যান্ডারসন অলরাউন্ডার
আলি খান বোলার
হরমীত সিং অলরাউন্ডার
জসদীপ সিং বোলার
মিলিন্দ কুমার অলরাউন্ডার
নিসর্গ প্যাটেল অলরাউন্ডার
নীতিশ কুমার ব্যাটার
নসথুশ কেঞ্জিগে বোলার
সৌরভ নেত্রাভালকার বোলার
শ্যাডলি ফান স্ক্যালক্যুইক অলরাউন্ডার
স্টিভেন টেলর ব্যাটার
সায়ান জাহাঙ্গির ব্যাটার
গজানন্দ সিং ব্যাটার
জুয়ানয় ড্রাইসডেল বোলার
ইয়াসির মহম্মদ বোলার

আইসিসি প্রতিযোগিতায় USA-র পারফর্ম্যান্স (USA Performace in ICC Tournaments in Bengali)-

  • ২০২৪ সালে আয়োজক হিসেবে টি-২০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় মার্কিন যুক্তরাষ্ট্র।
  • টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারায় আমেরিকা। দ্বিতীয় ম্যাচে ডালাসের মাঠে জয় পায় শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে।
  • ২০২৪-এ আবির্ভাবেই টি-২০ বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
  • ২০২৪-এর পারফর্ম্যান্সের সৌজন্যে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের জন্যও যোগ্যতা অর্জন করে নিয়েছে মার্কিন দল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা ক্রিকেটারদের পরিসংখ্যান (USA’s Most Successful Stars in Bengali)-

ওডিআই (ODI)-

সেরা ৫ ব্যাটার (Top 5 Batters)-

      নাম মোট রান
অ্যারন জোনস ১৪৫৪
মোনাঙ্ক প্যাটেল ১৪৪৬
স্টিভেন টেলর ১১৯২
গজানন্দ সিং ৯৮৬
সুশান্ত মোদানি ৮৩১

সেরা ৫ বোলার (Top 5 Bowlers)-

      নাম মোট উইকেট
সৌরভ নেত্রাভালকার ৭৩
নিসর্গ প্যাটেল ৪২
নসথুশ কেঞ্জিগে ৩৮
স্টিভেন টেলর ৩৭
আলি খান ৩৩

টি-২০ (T20i)-

সেরা ৫ ব্যাটার (Top 5 Batters)-

      নাম মোট রান
স্টিভেন টেলর ৮১৬
অ্যারন জোনস ৫৪৬
মোনাঙ্ক প্যাটেল ৫০৭
আন্দ্রিয়াস গাউস ৩৮০
জসকরণ মালহোত্রা ২৬৭

সেরা ৫ বোলার (Top 5 Bolwers)-

       নাম মোট উইকেট
সৌরভ নেত্রাভালকার ৩৩
নিসর্গ প্যাটেল ২৭
জেসি সিং ১৩
রাস্টি থেরন ১২
আলি খান ১২

মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম (Some Stadiums in USA in Bengali)-

  • লিও ম্যাগনাস ক্রিকেট কমপ্লেক্স, লস অ্যাঞ্জেলিস
  • সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক, লডারহিল, মায়ামি
  • গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস, টেক্সাস
  • মুসা স্টেডিয়াম, পার্ল্যান্ড, হিউস্টন, টেক্সাস
  • প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়াম, প্রেইরি ভিউ, হিউস্টন, টেক্সাস
  • নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নাসাও কাউন্টি, নিউ ইয়র্ক*

*স্টেডিয়ামটি কেবলমাত্র টি-২০ বিশ্বকাপের জন্য নির্মাণ করা হয়েছিলো। টুর্নামেন্ট শেষ হতে তা ভেঙে ফেলা হয়েছে।

 

 

 

 

USA ক্রিকেট দল সম্পর্কীত প্রশ্নাবলী (FAQs)-

১) USA ক্রিকেট দলের অধিনায়ক কে?

USA ক্রিকেট দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

২) USA নিজেদের প্রথম ম্যাচটি কত সালে কাদের বিরুদ্ধে খেলেছিলো?

USA নিজেদের প্রথম ম্যাচটি খেলেছিলো কানাডার বিরুদ্ধে ১৮৪৪ সালে।

৩) ইতিহাসের প্রথম প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট ম্যাচটি কোথায় আয়োজিত হয়েছিলো?

১৮৪৪ সালে USA ও কানাডার মধ্যে ইতিহাসের প্রথম প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট ম্যাচটি আয়োজিত হয়েছিলো নিউ ইয়র্কের সেন্ট জর্জেস পার্কে।

৪) ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে USA কাদের হারিয়েছে?

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে USA যথাক্রমে কানাডা ও পাকিস্তানকে হারিয়েছে।

৫) USA প্রথম কবে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে?

USA ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।