ভারতের শ্রীলঙ্কা সফর ২০১৭ : তৃতীয় ওয়ানডের পরিসংখ্যানগত পর্যালোচনা 1

ভারতের শ্রীলঙ্কা সফর ২০১৭ : তৃতীয় ওয়ানডের পরিসংখ্যানগত পর্যালোচনা 2

পাল্লেকেল্লেতে তৃতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ তে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২১৭ রান করতে সক্ষম হয় লংঙ্কান ব্যাটসম্যানরা। ভারত দ্রুত প্রথম সারির চার ব্যাটসম্যানের উইকেট হারালেও ওপেনার রোহিত শর্মা ও দ্যা ফিনিসার খ্যাত ধোনীর অনবদ্য ব্যাটিং এ ছয় উইকেটে বিজয়ী হয়।

সংক্ষিপ্ত স্কোরকার্ড : শ্রীলঙ্কা – ২১৭/৯, ৫০ ওভার (লাহিরু থ্রিমান্নে ৮০, দিনেশ চান্ডিমাল ৩৬, জাস্প্রিত বুমরা ৫/২৭) ভারত – ২১৮/৪, ৪৫.১ ওভার (রোহিত শর্মা ১২৪*, ধোনী ৬৭*, আকিলা ধনান্জয় ২/৩৮)

ফলাফল : ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যাচের কিছু পরিসংখ্যানগত পর্যালোচনা :

** শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান করে। এটি শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিপক্ষে ৫০ ওভার ব্যাটিং এর পর দ্বিতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন ইনিংসটি আরো ২৪ বছর আগের, ১৯৯৩ সালের ১২ আগস্ট কলম্বোতে করেছিল ২০৪ রান ৭ উইকেটে।

** ভারতীয় বোলার বুমরার এই ম্যাচে বোলিং ফিগার ছিল ১০- ২-২৭-৫। এটা শ্রীলঙ্কার মাটিতে কোন ভারতীয় বোলারের দ্বিতীয় সেরা বোলিং। সেরা বোলিং ফিগার ছিল এক যুগ আগে আশিস নেহারার, ২০০৫ সালের আগস্টের ৯ তারিখ ৫৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তার বোলিং ফিগার ছিল ১০-১-৫৯-৬।

** এই ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলার পথে ধোনী আজহার উদ্দিনকে টপকে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হোন। বর্তমানে ধোনীর রান ৯৪৩৪। ওয়ানডে ম্যাচে ভারতের সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক : ১) শচিন টেন্ডুলকার ১৮৪২৬ ২) সৌরভ গাঙ্গুলী ১১২২১ ৩) রাহুল দ্রাবিড় ১০৭৬৮ ৪) মহেন্দ্র সিং ধোনী ৯৪৩৪ ৫) আজহারউদ্দীন ৯৩৭৮

** ভারতীয় ওপেনার রোহিত শর্মা ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। শ্রীলঙ্কার মাটিতে রান তাড়া করতে নেমে এটা কোন ভারতীয় ওপেনারের তৃতীয় সর্বোচ্চ রান। শ্রীলঙ্কার মাটিতে রান তাড়া করতে নেমে ওপেনারদের সর্বোচ্চ ইনিংস : ১) শেখর ধাওয়ান ১৩২* ২) বীরেন্দ্র শেবাগ ১২৬ ৩) রোহিত শর্মা ১২৪*

** ওপেনার রোহিত শর্মা এবং মহেন্দ্র সি ধোনী ৫ম উইকেট জুটিতে করেন ১৫৭ রানে পার্টনারশিপ। এটা শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৫ম উইকেট জুটি। সর্বোচ্চ ৫ম উইকেট জুটিততে ২০ বছর আগে কলম্বোতে মোহাম্মাদ আজাহারউদ্দিন ও অজয় জাদেজা করেছিলেন ২২৩ রান।

** মহেন্দ্র সিং ধোনী আবারও ৬৭ রানের অপরাজিত থাকেন। এটা তার ৭২ তম অপরাজিত ইনিংস, এর ফলে যৌথ ভাবে সর্বোচ্চ অপরাজিত ইনিংস ওয়ানডে ক্রিকেট ইতিহাসে। সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক শন পোলক এবং চামিন্ডা ভাসও যৌথ ভাবে ৭২ বার ওয়ানডেতে অপরাজিত ইনিংস খেলেছেন।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *