ভারতের হারে রুষ্ট হয়ে বিতর্কিত মন্তব্য করলেন এই প্রাক্তন পাকিস্তান তারকা
অবশেষে ইংল্যান্ডের কাছে হেরে এবারের বিশ্বকাপে জয়রথ থামলো ভারতের।ম্যাচ হারলেও ভারতের সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা খুব একটা ক্ষতির মুখে না পড়লেও , একই বিষয়ে কঠিন হয়ে দাড়িয়েছে পাকিস্তানের ক্ষেত্রে।পরিস্থিতি এখন এমনই যে পরবর্তী ম্যাচে না জিততে পারলে সেমিফাইনালে যাওয়ার যাবতীয় আশা শেষ হয়ে যেতে পারে সরফরাজদের।ঠিক এমন একটি মুহূর্তে ভারতের হার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেট তারকা আব্দুর রাজ্জাক।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই এবারের চ্যাম্পিয়ান হওয়ার দৌড়ে যে দল গুলোকে এগিয়ে রাখা হয়েছিল সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিলো ভারত।এযাবৎ টুর্নামেন্টে শুরু থেকেই দাপট দেখিয়ে এসেছে বিরাটরা।তারা হারিয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া,পাকিস্তান, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল গুলোকে।এমন একের পর এক দুরন্ত জয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যে সেমিফাইনালে জায়গা প্রায় জায়গা পাকা করে ফেলেছে বিরাটরা।
টুর্নামেন্টের শুরু থেকে যেমন দারুন ছন্দে পাওয়া গেছিলো বিরাটদের ।এক্ষেত্রে মনে করা হচ্ছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।এমনকি এক্ষেত্রে ভারতের পাশে ছিলো পাকিস্তান।কারন সরফরাজরাও চলতি টুর্নামেন্টে হারিয়েছিলো মর্গ্যানদের , তাই তাদের হারিয়ে সেমিফাইনাল যাওয়ার লড়াইয়ে খানিকটা আশা জোগাবে ভারত , এমনটাই মনে করেছিলো গোটা পাকিস্তান।
কিন্তু সেইদিন ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বিরাটরা।এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড, জবাবে ব্যাট করতে নেমে পন্চাশ ওভার শেষে ৩০৬ এ শেষ করে ভারত।এরপর থেকেই এই ম্যাচের প্রতি তাদের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট সমর্থকেরা।
ম্যাচ শেষে প্রাক্তন পাক অলরাউন্ডার তাদের দেশের সংবাদ মাধ্যম কে দেওয়া একটি সাক্ষাৎকারে ধর্মের খোঁচা দিয়ে তীব্র নিন্দা করেন ভারতীয় দলের।তিনি জানান মহম্মদ শামি ছাড়া এদিন ভারতীয় ক্রিকেট দলের আর কোনও ক্রিকেটার ম্যাচটি মন দিয়ে খেলেনি।আর শামি এমন করেছেন তার কারন তিনি মুসলমান। প্রসঙ্গত, এদিন ম্যাচে দশ ওভার বোলিং করে ৬৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছিলেন শামি।স্বাভাবিক ভাবেই রাজ্জাকের এমন মন্তব্যের পর থেকেই তীব্র বিতর্কের জন্ম নিয়েছে।