আসন্ন এশিয়া কাপের জন্য় সোমবার (ষোলো অক্টোবর) অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী মাসের নয় থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টের আসর বসছে মালয়েশিয়াতে। টুর্নামেন্টের এটি চতুর্থ সংস্করণ। এবার এশিয়া কাপের আসর ভারতে আয়োজিত হওয়ার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর আপত্তিতে তা মালয়েশিয়াতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব দলকে নেতৃত্ব দেবেন হিমাংশু রানা। ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন ভারতীয় যুব দল গতবার শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে হারায়। রানা গতবার টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ছিলেন। পাঁচ ম্য়াচে ২৮৩ রান করেছিলেন। সম্প্রতি ইংল্য়ান্ড যুব দলের বিরুদ্ধে সিরিজেও দারুন ফর্মে ছিলেন রানা। ২১১ রান করেন গোটা সিরিজে, গড় বাহান্নর কিছু ওপরে।
এদিকে, আগামী বছরের গোড়ার দিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে। নিউজিল্য়ান্ডে খেলা হবে। তার আগে এশিয়া কাপে নিজেদের খেতাব ধরে রাখাই লক্ষ্য ভারতীয় যুব দলের। এমনিও গতবারের চ্য়াম্পিয়ন হওয়ায়, ভারতীয় যুব দল এবার অন্য়তম ফেবারিট হিসেবে টুর্নামেন্টে খেলতে নামবে।
এশিয়া কাপের ভারতীয় অনূর্ধ্ব-১৯ স্কোয়াড | হিমাংশু রানা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক). অথর্ব তাইদে, মনোজ কালরা, সলমন খান, অনুজ রাওত, হার্বিক দেশাই, রিয়ান পরাগ, অনুকূল রায়, শিবা সিং, তনুশ কোতিয়ান, দর্শন নালকান্দে, বিবেকানন্দ তিওয়ারি, আদিত্য় থ্য়াকারে, মনদীপ সিং। |