চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণীতে নেই কোনো পাকিস্তান কর্তারা, হতবাক শোয়েব আখতার !!

সময়ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর (CT 2025), যার আয়োজক ছিল পাকিস্তান। তবে, টুর্নামেন্টের ফাইনাল পাকিস্তানে নয় বরং দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। গতকাল দুবাইতে মেগা ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল তৃতীয় বারের জন্য আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়লাভ করলো। যদিও, পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কোনো সদস্যকে মাঠে উপস্থিত হতে দেখা যায়নি। […]