CT 2025 ENG vs SA: ক্লাসেন-ডুসেন যুগলবন্দীতে ইংল্যান্ড বধ দক্ষিণ আফ্রিকার, নিশ্চিত সেমিফাইনাল !!

CT 2025: অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে হেরে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে বিদায় নিয়েছিলো ইংল্যান্ড। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারলেন না জস বাটলার’রা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। মার্কো ইয়ানসেন ঝড়ে মুখ থুবড়ে পড়ে তারা। দীর্ঘদেহী প্রোটিয়া পেসার প্রথম স্পেলেই তুলে নেন তিন উইকেট। ধুঁকতে থাকা ইনিংসকে পুনর্গঠনের চেষ্টা […]