গত এক-দেড় দশকে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় নিঃসন্দেহে বিরাট কোহলি (Virat Kohli)। শচীন তেন্ডুলকরের শূন্যতা পূরণ করেছেন তিনি। দলকে নিয়ে গিয়েছেন নতুন সব উচ্চতায়। ব্যাট হাতে ভেঙেছেন-গড়েছেন একের পর এক নতুন রেকর্ড। খেলেছেন ১০০’র বেশী টেস্ট। দাঁড়িয়ে রয়েছেন ৩০০ একদিনের ম্যাচের দোরগোড়ায়। টেস্টে ৮৮৪৮, ওয়ান ডে’তে প্রায় ১৪০০০ রান রয়েছে তাঁর। কুড়ি-বিশের খেলা থেকে অবসর […]