T20 World Cup: কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) রবিবার মহারণ। মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় লড়াইকে ঘিরে সুদূর নিউ ইয়র্কেও উত্তেজনার পারদ উর্দ্ধমুখী। হাহাহার রয়েছে টিকিটের। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নাসাও কাউন্টির মাঠে নামার আগে পারফর্ম্যান্সগত দিক থেকে দুই দল রয়েছে দুই মেরুতে। ভারত (IND) এই নিউ ইয়র্কেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে […]
সৈয়দ মুশতাক আলী ট্রফি (Syed Mushtaq Ali Trophy)
সৈয়দ মুশতাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)-
ভারতীয় ঘরোয়া ক্রিকেটের আঙিনায় প্রচলিত টি-২০ টুর্নামেন্টটির নাম সৈয়দ মুশতাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। দেশের বিভিন্ন রাজ্য ও আঞ্চলিক দলগুলি এই প্রতিযোগিতায় অংশ নেয়। সাধারণত প্রতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা সৈয়দ মুশতাক আলি ট্রফি আয়োজন করে থাকে। ২০০৬/০৭ সালে পথচলা শুরু হয় এই টুর্নামেন্টের। তখন নাম ছিলো ইন্টার স্টেট টি-২০ চ্যাম্পিয়নশিপ (Inter State T20 Championship)। পরে নাম বদলে যায়। বিদেশের মাটিতে ভারতের হয়ে প্রথম শতরান করা সৈয়দ মুশতাক আলির নামে নামাঙ্কিত হয় এই টুর্নামেন্ট। বিদর্ভ বনাম মধ্যপ্রদেশ ম্যাচ দিয়ে পথচলা শুরু করেছিলো প্রতিযোগিতা। গত দেড় দশকেরও বেশী সময়ে সৈয়দ মুশতাক আলি ট্রফি থেকে একের পর এক দুর্দান্ত টি-২০ প্রতিভা উঠে এসেছে। যাঁরা আইপিএল, এমনকি জাতীয় দলের হয়েও লাগাতারা অসামান্য পারফর্ম করে চলেছেন।
সৈয়দ মুশতাক আলি ট্রফি সম্পর্কীত সাধারণ তথ্যাবলী (SMAT General Information in Bengali)-
সম্পূর্ণ নাম | সৈয়দ মুস্তাক আলি ট্রফি |
পূর্বের নাম | আন্তঃরাজ্য টি-২০ চ্যাম্পিয়নশিপ |
স্থাপনা | ২০০৬/০৭ |
নিয়ামক সংস্থা | বিসিসিআই |
সফলতম দল | তামিলনাড়ু (৩) |
বর্তমান চ্যাম্পিয়ন | পাঞ্জাব (২০২৩-২৪) |
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া | ফেসবুক- BCCI Domestic |
ইন্সটাগ্রাম- @bccidomestic | |
ট্যুইটার (X)- @BCCIdomestic | |
ওয়েবসাইট – bcci.tv | |
মোট প্রাইজ মানি | জয়ী দল- ৮০ লক্ষ, রানার্স আপ- ৪০ লক্ষ |
স্পন্সর | আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ড্রিম ইলেভেন, অ্যাডিডাস, এসবিআই লাইফ, অ্যাটমবার্গ, ক্যাম্পা কোলা, স্পোর্টস ১৮, জিও সিনেমা |
সৈয়দ মুশতাক আলি ট্রফির ইতিহাস (SMAT History in Bengali)-
- টি-২০ ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার দিকে তাকিয়ে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই আন্তঃরাজ্য একটি টি-২০ প্রতিযোগিতার কথা ভেবেছিলো। সেইমত ২০০৬/০৭ মরসুমে পথচলা শুরু করে ইন্টারস্টেট টি-২০ চ্যাম্পিয়নশিপ।
- ২০০৬/০৭-এর পর দুই মরসুম আর হয় নি এই টুর্নামেন্ট। তারপর ২০০৯/১০ মরসুম থেকে প্রতি বছর প্রতিযোগিতা আয়োজনের পথে হেঁটেছে বিসিসিআই।
- শুরুতে ২৭টি দল এই টুর্নামেন্টে অংশ নিলেও বর্তমানে দলের সংখ্যা ৩৮।
- সাধারণত রঞ্জি ট্রফিতে অংশ নেওয়া দলগুলিই সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও অংশ নিয়ে থাকে। এর ব্যতিক্রম কেবল দেখা গিয়েছে ২০১৬/১৭ মরসুমে। সেইবার উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চলের মত দল খেলেছিলো টুর্নামেন্টে।
- অংশগ্রহণকারী দলগুলিকে বিভিন্ন আঞ্চলিক গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হয় এই টুর্নামেন্ট। প্রতিটি গ্রুপের সেরা দলগুলি নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করে।
- সাধাণত A,B,C,D ও E-এই পাঁচটি ‘এলিট’ গ্রুপ দেখা যায়। আগে নতুন দলগুলির জন্য একটি ‘প্লেট’ গ্রুপ থাকলেও তা বর্তমানে আর নেই।
- সৈয়দ মুশতাক আলি ট্রফির সফলতম দল তামিলনাড়ু। তারা ৩বার খেতাব জিতেছে।
সৈয়দ মুশতাক আলি ট্রফির ফলাফল এক নজরে (SMAT Results in Bengali)-
মরসুম | জয়ী দল | রানার্স-আপ |
২০০৬/০৭ | তামিলনাড়ু | পাঞ্জাব |
২০০৯/১০ | মহারাষ্ট্র | হায়দ্রাবাদ |
২০১০/১১ | বাংলা | মধ্যপ্রদেশ |
২০১১/১২ | বরোদা | পাঞ্জাব |
২০১২/১৩ | গুজরাত | পাঞ্জাব |
২০১৩/১৪ | বরোদা | উত্তরপ্রদেশ |
২০১৪/১৫ | গুজরাত | পাঞ্জাব |
২০১৫/১৬ | উত্তর প্রদেশ | বরোদা |
২০১৬/১৭ | ইস্ট জোন | সেন্ট্রাল জোন |
২০১৭/১৮ | দিল্লী | রাজস্থান |
২০১৮/১৯ | কর্ণাটক | মহারাষ্ট্র |
২০১৯/২০ | কর্ণাটক | তামিলনাড়ু |
২০২০/২১ | তামিলনাড়ু | বরোদা |
২০২১/২২ | তামিলনাড়ু | কর্ণাটক |
২০২২/২৩ | মুম্বই | হিমাচল প্রদেশ |
২০২৩/২৪ | পাঞ্জাব | বরোদা |
সৈয়দ মুশতাক আলি ট্রফির কিছু উল্লেখযোগ্য রেকর্ড (SMAT Records in Bengali)-
- সর্বোচ্চ সংখ্যক ট্রফি জয়- তামিলনাড়ু (৩)
- এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান- ২৭৬/৫ পাঞ্জাব বনাম অন্ধ্রপ্রদেশ.২০২৩
- এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান- ৩০ ত্রিপুরা বনাম ঝাড়খণ্ড, ২০০৯
- সর্বোচ্চ রান- হরপ্রীত সিং (মধ্যপ্রদেশ, সেন্ট্রাল জোন, ছত্তিশগড়) ২৩৩৭ রান।
- এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান- শ্রেয়স আইয়ার (১৪৭) মুম্বই বনাম সিকিম, ২০১৯
- সর্বোচ্চ উইকেট- সিদ্ধার্থ কৌল (পাঞ্জাব)- ৮৭ উইকেট
- এক ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান-টি.রবি তেজা (৬/১৩) হায়দ্রাবাদ বনাম ছত্তিশগড় ২০২৩, এ আর নাগাসওয়াল্লা (৬/১৩) গুজরাত বনাম রেলওয়েজ (২০২৩)
সৈয়দ মুশতাক আলি ট্রফি সম্পর্কীত প্রশ্নাবলী (FAQs)-
সৈয়দ মুশতাক আলি ট্রফি টি-২০ ফর্ম্যাটে খেলা হয়।
সৈয়দ মুশতাক আলি ট্রফি'র পুরনো নাম ছিলো ইন্টারস্টেট টি-২০ চ্যাম্পিয়নশিপ।
সৈয়দ মুশতাক আলি ট্রফি'র সফলতম দল তামিলনাড়ূ। তারা জিতেছে ৩ বার।
সৈয়দ মুশতাক আলি ট্রফি'র বর্তমান চ্যাম্পিয়ন পাঞ্জাব (২০২৩/২৪)
ভারতের হয়ে বিদেশের মাঠে প্রথম শতরান করা সৈয়দ মুশতাক আলি'র নামাঙ্কিত এই ট্রফি।