IND vs SL, 1st ODI, Preview: টি-২০’র পর ODI’তেও দাপট দেখাতে মুখিয়ে ভারত, ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ শ্রীলঙ্কার সামনে !!

IND vs SL: গত মঙ্গলবার এক রুদ্ধশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে তৃতীয় টি-২০তে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষের ঘরের মাঠে তাদের হোয়াইটওয়াশ করার বিরল কৃতিত্ব অর্জন করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। ওডিআই সিরিজেও সেই সাফল্যের ধারাই বজায় রাখার প্রচেষ্টায় ‘মেন ইন ব্লু।’ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে মাঠে নামার আগে শক্তি বাড়ছে ভারতীয় শিবিরের। যোগ দিয়েছেন […]

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল (Sri Lanka National Cricket Team)

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল (Sri Lanka National Cricket Team) হল জাতীয় ক্রিকেট দল যা শ্রীলঙ্কা দেশকে প্রতিনিধিত্ব করে। দলটি প্রথম ১৯৭৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করে এবং পরে ১৯৮১ সালে তাদের টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়। এই দেশের ক্রিকেটের আঙিনায় সবসময় প্রতিভাবান ক্রিকেটার ছিল কিন্তু নব্বইয়ের দশকে তারা আন্ডারডগ স্ট্যাটাস থেকে একটি বড় ক্রিকেটিং দেশে রূপান্তরিত হয়। শ্রীলঙ্কা ক্রিকেটের (Sri Lanka national cricket team match) জন্য সবচেয়ে বড় অর্জন ছিল ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়। সেই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ জিতেছিল লঙ্কা দল।

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল (Sri Lanka National Cricket Team Bio)

পুরো নাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল
ডাক নাম দ্য লায়নস
প্রতিষ্ঠা ১৯৬৫
মালিক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
সভাপতি শাম্মি সিলভা
হেড কোচ ক্রিস সিলভারউড
অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা (Test)

কুশল মেন্ডিস (ODI)

ওয়ানিন্দু হাসরাঙ্‌গা (T20)

ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া Facebook: https://www.facebook.com/srilankacricket/
Instagram: https://www.instagram.com/officialslc/?hl=en
Twitter(X): https://twitter.com/OfficialSLC
Website: https://srilankacricket.lk/
ইমেল [email protected]
পুরো 35, Maitland Place, Colombo 7, Sri Lanka
মোট সম্পত্তি $20 million (₹1,652,470,000)
স্পন্সর ITW, Sony, Moose, Masuri, My Cola, Nawaloka Hospitals, IPG Sports, Cristal and Life (My Cola)

শ্রীলঙ্কা জাতীয় দলের ইতিহাস (Sri Lanka National Cricket Team History)

  • ১৯৭৫ সালে শ্রীলঙ্কা দল প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলে এবং ১৯৮১ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে টেস্ট মর্যাদা দেওয়া হয় এবং এর ফলে শ্রীলঙ্কা অষ্টম টেস্ট খেলা দেশ হয়ে ওঠে।
  • ১৯৭২ সালের আগে দেশটিকে সিলন বলা হত এবং এই দলটি এমজে গোপালন ট্রফি ম্যাচে অংশ নিয়েছিল।
  • শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য সবচেয়ে বড় মুহূর্ত ছিল যখন তারা ফাইনালে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় দলকে পরাজিত করে ১৯৯৬ বিশ্বকাপ জিতেছিল।
  • শ্রীলঙ্কা ক্রিকেট দল ২০০৭ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল কিন্তু বৃষ্টি-বিঘ্নিত ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।

শ্রীলঙ্কা জাতীয় দল টেস্ট স্কোয়াড (Sri Lanka National Cricket Team Test Squad) 

PLAYER NAME JERSEY NO
কুসল মেন্ডিস
দিনেশ চান্দিমাল ৫৬
নিশান মাদুশকা
লাহিরু উদারা ২৫
দিমুথ করুনারত্নে ১০
সাদিরা সামারাবিক্রমা ৯৮
ধনঞ্জয়া ডি সিলভা ৮৪
ওয়ানিন্দু হাসরাঙ্গা ২৯
অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৮
কামিন্দু মেন্ডিস ৫৩
রমেশ মেন্ডিস ৭১
বিশ্ব ফার্নান্দো ৬৪
চমিকা গুণসেকরা ১৬
প্রবাথ জয়সুরিয়া ৭১
লাহিরু কুমার
কাসুন রাজিথা ৫২
নিশান পেরিস ১২

শ্রীলঙ্কা জাতীয় দল ওয়ানডে স্কোয়াড (Sri Lanka National Cricket Team ODI Squad) 

PLAYER NAME JERSEY NO
কুসল মেন্ডিস ৯৮
চরিথ আসালাঙ্কা
পথুম নিসাঙ্কা ২৫
আবিষ্কা ফার্নান্দো ২১
সাদিরা সামারাউইক্রমা ১৮
সাহান আরাচিগে ১৯
শেভন ড্যানিয়েল ৫৩
জেনিথ লিয়ানাগে ৭১
চামিকা করুণারত্নে
মহেশ থেকশানা ৫২
দিলশান মদুশাঙ্কা ১৬
দুশমান্থা চামেরা
দুনিথ ওয়েললাগে ১০
প্রমোদ মদুশান
আকিলা দানঞ্জয়া ৬৪
ওয়ানিন্দু হাসরাঙ্গা ১২

শ্রীলঙ্কা জাতীয় দল টি-২০ স্কোয়াড (Sri Lanka National Cricket Team T20i Squad)

PLAYER NAME JERSEY NO
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯২
চারিথ আসালাঙ্কা ৩০
পথুম নিসাঙ্কা ৭১
কুসল মেন্ডিস ১০
ধনঞ্জয়া ডি সিলভা ৯৮
কুসল পেরেরা ৩৫
অ্যাঞ্জেলো ম্যাথুস ১৮
দাসুন শানাকা ৬৪
সাদিরা সামারাউইক্রমা ২৪
কামিন্দু মেন্ডিস ১৮
মহেশ থিক্সানা ৫৪
আকিলা ধনঞ্জয়া ৬৬
মাথিশা পাথিরানা ২২
দিলশান মাদুশঙ্কা ৭০
নুয়ান থুশারা
বিনুরা ফার্নান্দো ২০

শ্রীলঙ্কা দলের আইসিসি ট্রফি জয় (Sri Lanka National Cricket Team ICC Trophy )

Trophy Year Title Against
ওয়ানডে বিশ্বকাপ ১৯৯৬ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০২ চ্যাম্পিয়ন ভারত
টি-২০ বিশ্বকাপ ২০১৪ চ্যাম্পিয়ন ভারত

আইসিসি টুর্নামেন্টে শ্রীলঙ্কা দল (Sri Lanka National Cricket Team in ICC events)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়টি ছিল অর্জুনা রনাতুঙ্গার দলের জন্য একটি অসামান্য সাফল্য। শ্রীলঙ্কা এরপর আরও দুবার ফাইনালে ওঠে। তবে অস্ট্রেলিয়া ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে আগেরবারের হারের প্রতিশোধ নেয় এবং ২০০৭ সালে ভারত ঘরের মাঠে শ্রীলঙ্কাকে (Latest Sri Lanka national cricket team) ফাইনালে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের ট্রফি জেতে। তবে ২০০২ সালে ঘরের মাটিতে ভারতের সাথে যৌথভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হয়েছিল। ২০০৭ সালে উদ্বোধনী আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা সুপার এইটে ছিটকে গিয়েছিল। শেষ পর্যন্ত ২০১৪ সালে ভারতকেই পাইনালে হারিয়ে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতে নেয়। 

শ্রীলঙ্কার ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadiums in Sri Lanka)

  • হাম্বানথোটা ক্রিকেট স্টেডিয়াম
  • পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম
  • আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
  • কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো
  • গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল
  • সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড (এসএসসি গ্রাউন্ড), কলম্বো

শ্রীলঙ্কার ক্রিকেটারদের রেকর্ড পরিসংখ্যান (Sri Lanka National Cricket Team Stats)

সবথেকে বেশি রান

Player Runs Matches
কুমার সাঙ্গাকারা ২৭,৭৭৫ ৫৮৭
মহেলা জয়বর্ধনে ২৫,৬৮৮ ৬৪৭
সনৎ জয়সূর্য ২০,৯৬৬ ৫৮২
তিলকরত্নে দিলশান ১৭,৬৭১ ৪৯৭
অরবিন্দ ডি সিলভা ১৫,৬৪৫ ৪০১
অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৪,৮৭৮ ৪২২
মারভান আতাপাত্তু ১৪,০৩৬ ৩৬০
অর্জুনা রণতুঙ্গা ১২,৫৬১ ৩৬২
দীনেশ চান্ডিমাল ১০,৩৯৫ ৩০৪
কুসল মেন্ডিস ৯৫২৫ ২৫৭

সবথেকে বেশি উইকেট

Player Wickets Matches
মুথাইয়া মুরলীধরণ ১৩৩১ ৪৮৭
চামিন্ডা ভাস ৭৬০ ৪৩৮
লসিথ মালিঙ্গা ৫৪৬ ৩৪০
রঙ্গনা হেরাথ ৫২৫ ১৮১
সনৎ জয়সূর্য ৪৩৭ ৫৮২
নুয়ান কুলাশেখারা ৩১৩ ২৬৩
দিলহারা ফার্নান্দো ৩০১ ২২৬
অজন্তা মেন্ডিস ২৮৮ ১৪৫
সুরজ লাকমল ২৮৮ ১৬৭
থিসারা পেরেরা ২৩১ ২৫২

শ্রীলঙ্কা ক্রিকেট দল সম্পর্কিত FAQs প্রশ্ন-উত্তর

কোন সালে প্রথমবার ক্রিকেট বিস্বকাপ জেতে শ্রীলঙ্কা?

১৯৯৬ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারী কে?

শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মুথাইয়া মুরলীধরন।

কোন বছর প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা?

২০১৪ সালে প্রথমবার টি-২০ বিস্বকাপ জেতে শ্রীলঙ্কা দল।

২০১১ সালে কোন দলের কাছে বিশ্বকাপ ফাইনাল হারে শ্রীলঙ্কা?

মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলের বিরুদ্ধে ২০১১ বিশ্বকাপের ফাইনাল হারে শ্রীলঙ্কা।