IPL 2025: KL রাহুলকে দলে নিতে চলছে দড়ি টানাটানি, আসরে তিন ফ্র্যাঞ্চাইজি !!

IPL 2025: ২০২৪-এর আইপিএল (IPL) শেষ হয়েছে মে মাসে। তারপর কেটেছে মাত্র ২ মাস। কিন্তু এখন থেকেই পরবর্তী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামনেই রয়েছে মেগা অকশন। নতুন উদ্যমে দল গঠনের লক্ষ্যে ছক কষছে সব দলের থিঙ্কট্যাঙ্ক। নিলামের টেবিলে যে সকল ভারতীয় তারকাকে নিয়ে দড়ি টানাটানি হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, […]

পাঞ্জাব কিংস (Punjab Kings)

আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি দল হলো পাঞ্জাব কিংস (Punjab Kings)। যদিও ১৭ বছর আগে যখন আইপিএল চালু হয়েছিল সেইসময় এই নামের কোনো দলের অস্তিত্ব ছিল না। সেই সময়ে পাঞ্জাব ভিত্তিক এই দলটি পাঞ্জাব কিংসের পরিবর্তে কিংস ইলেভেন পাঞ্জাব নামে পরিচিত ছিল। ফ্র্যাঞ্চাইজিটি যৌথভাবে মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা এবং করণ পলের মালিকানাধীন।

আইপিএলে এখনও পর্যন্ত কোনো খেতাব জিততে সক্ষম হয়নি পাঞ্জাব কিংস দলটি, তারা দীর্ঘ ১৬ বছর ধরে কেবলমাত্র দুইবার প্লেঅফে পৌঁছাতে সক্ষম হয়েছে। ২০১৪ মৌসুমে লীগ তালিকায় ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল পাঞ্জাব, তবে মেগা ফাইনালে কলকাতার কাছে পরাজিত হতে হয়েছিল দলকে। প্রতিবছর নতুন প্রত্যাশা নিয়ে নামলেও দলের প্রদর্শন খুবই নিম্নমানের হয়, যে কারণে এখনও পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি দলটি।  

পাঞ্জাব কিংস  সম্পর্কিত তথ্য (PBKS General Information in Bengali)-

সম্পূর্ণ নাম পাঞ্জাব কিংস
মালিক মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া, প্রীতি জিনতা, করণ পল
স্থাপনা ২০০৮
পুরানো নাম কিংস ইলেভেন পাঞ্জাব
সিইও সতীশ মেনন
হেড কোচ ট্রেভিস ব্লেয়ার
ক্যাপ্টেন শিখর ধাওয়ান
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক-  https://www.facebook.com/PunjabKingsIPL/
ইন্সটাগ্রাম- https://www.instagram.com/punjabkingsipl
ট্যুইটার (X)-  https://twitter.com/PunjabKingsIPL
ওয়েবসাইট- https://www.punjabkingsipl.in/
নেট ওয়ার্থ (২০২৩-২৪)  $৯২৫ মিলিয়ন
স্পন্সর ড্রিম ১১, বঙ্গ বিডি প্রাণ আরিএফএল গ্রুপ,কেন্ট আরও, বিকেটি

পাঞ্জাব কিংস ইতিহাস (History of PBKS in Bengali)-

  • ২০০৭ সালে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) আইপিএলকে জন্য ২০ ফেব্রুয়ারি ২০০৮-এ মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি নিলামে আটটি শহরের ফ্র্যাঞ্চাইজিগুলি উপলব্ধ করা হয়েছিল। যেখানে পাঞ্জাবের প্রতিনিধিত্বকারী দলটি ডাবর গ্রুপের মোহিত বর্মন (৪৬%), ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া (২৩%), প্রীতি জিনতা (২৩%) দের সহযোগে গড়ে ওঠে নতুন দল কিংস ইলেভেন পাঞ্জাব।
  • তৎকালীন স্টার প্লেয়ার যুবরাজ সিংকে ‘আইকন প্লেয়ার’ হিসাবে দলে শামিল করে পাঞ্জাব কিংস।
  • প্রথম সিজিনে দুর্ধর্ষ প্রদর্শন দেখায় পাঞ্জাব কিংস তবে সেমিফাইনালে তাদের পরাস্ত হতে হয়েছিল।
  • ২০১৪ বর্ষে প্রথম এবং একটিমাত্র বার আইপিএল ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল পাঞ্জাব, যদিও ফাইনালে কলকাতার বিরুদ্ধে পরাস্ত হয়েছিল দল।
  • ১৭ ফেব্রুয়ারী ২০২১, কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্তন করে পাঞ্জাব কিংস রাখা হয়, ‘শিরোপা জিততে না পারার’ জন্য ফ্র্যাঞ্চাইজির উপর হতাশ হয়ে নতুন নাম রাখে কর্মকর্তারা।

আইপিএল ২০২৪-এ পাঞ্জাব কিংস স্কোয়াড (Current PBKS Squad in Bengali)-

নাম ভূমিকা  জার্সি নাম্বার 
শিখর ধাওয়ান (অধিনায়ক) ব্যাটার  ৪২
স্যাম কুরান ব্যাটার  ৫৮
হারশাল প্যাটেল ব্যাটার  ১৬
লিয়াম লিভিংস্টোন ব্যাটার  ২৩
কাগিসো রাবাদা ব্যাটার  ২৫
রিলি রোসো ব্যাটার 
জনি বেয়ারস্টো অলরাউন্ডার ৫১
রাহুল চাহার অলরাউন্ডার
ক্রিস ওকস অলরাউন্ডার
আরশদীপ সিং অলরাউন্ডার
হরপ্রীত ব্রার অলরাউন্ডার ৯৫
নাথান এলিস অলরাউন্ডার ৭২
প্রভসিমরান সিং অলরাউন্ডার ৮৪
ঋষি ধাওয়ান অলরাউন্ডার  ১৯
সিকান্দার রাজা বোলার ২৪
হরপ্রীত সিং বোলার
শশাঙ্ক সিং  বোলার ২৭
অথর্ব তাইদে বোলার ১৪
আশুতোষ শর্মা বোলার ৭৭
বিদথ কাভেরাপ্পা বোলার
বিশ্বনাথ সিং বোলার
শিবম সিং বোলার
প্রিন্স চৌধুরী বোলার
জিতেশ শর্মা উইকেটরক্ষক ৯৯

আইপিএলে এখনও অবধি পাঞ্জাব কিংসকে পারফর্ম্যান্স (PBKS Performance in IPL SO Far)-

সাল প্রদর্শন
২০০৮
২০০৯
২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩

পাঞ্জাব কিংসের রেকর্ডসমূহ (PBKS Records in Bengali)-

  • পাঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক যুবরাজ সিং ২০০৯ সংস্করণে এক মৌসুমে দুটি হ্যাটট্রিক নিয়েছিলেন। একই সিজিনে যুবরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও ডেকেন চারজার্স’এর বিরুদ্ধে এই কীর্তিমান রচনা করেছিলেন।
  • পাঞ্জাব কিংসের ওপেনার বীরেন্দর শেবাগ প্লে-অফ ম্যাচে ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৮ বলে ১২টি চার ও আটটি ছক্কায় ১২২ রান করেন। 
  • ২০১৪ সালের আইপিএল ফাইনালে প্রথম কোনো প্লেয়ার হিসাবে শতরান হাঁকান পাঞ্জাব কিংসের ঋদ্ধিমান সাহা।
  • পাঞ্জাব কিংস টানা সপ্তমবারের মতো প্লে অফে উঠতে ব্যর্থ হয়। তারা দিল্লি ক্যাপিটালসের রেকর্ড অতিক্রম করেছে, যারা ছ’টি মৌসুম ধরে প্লে অফে পৌঁছাতে ব্যার্থ হয়েছে।
  • আইপিএল ইতিহাসে একমাত্র দল হিসবে ৫ বার ১০ উইকেটে পরাজিত হয়েছে পাঞ্জাব কিংস।

পাঞ্জাব কিংস তারকাদের পরিসংখ্যান (PBKS Players’ Stats in Bengali)-

পাঞ্জাব কিংস দলের সেরা পাঁচ ব্যাটার-

নাম ম্যাচ রান গড়
কেএল রাহুল

৫৫

২৫৪৮ ৫২.৬২
শন মার্স

৭১

২৪৭৭ ৩৯.৯৫
ডেভিড মিলার

৮৪

১৯৭৪ ৩৫.২৫
মায়ঙ্ক আগারওয়াল

৬০

১৫১৩ ২৬.৫৪
গ্লেন ম্যাক্সওয়েল

৭০

১৩৮৩ ২৩.৮৪

পাঞ্জাব কিংস দলের সেরা পাঁচ বোলার-

নাম উইকেট ইকোনমি রেট
পীযুষ চাওলা ৮৪ ৭.৫২
সন্দীপ শর্মা ৭৩ ৭.৭৬
অক্ষর প্যাটেল ৬৯ ৭.৪১
অর্ষদীপ সিং ৬৭ ৮.৮২
মোহাম্মদ শামি ৫৮ ৮.২৫

আইপিএলে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড (Home Grounds of PBKS in IPL)-

পাঞ্জাব কিংস ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম, হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম ও মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে তাদের ঘরোয়া ম্যাচ খেলে থাকে।

পাঞ্জাব কিংস দল সম্পর্কিত প্রশ্নাবলী (Punjab Kings Team FAQs)

পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন কে ?

শিখর ধাওয়ান হলেন পাঞ্জাব কিংসের বর্তমান ক্যাপ্টেন।

পাঞ্জাব কিংসের পুরানো নাম কি ?

পাঞ্জাব কিংসের পুরানো নাম কিংস ইলেভেন পাঞ্জাব।

পাঞ্জাব কিংস কতবার আইপিএল জিতেছে ?

০, পাঞ্জাব এখনও পর্জন একবারও আইপিএলের খেতাব জিততে পারেনি।

পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক রান কে বানিয়েছেন ?

পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন কেএল রাহুল, ৫৫ ম্যাচে ২৫৪৮ রান বানিয়েছেন।

পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক উইকেট কে নিয়েছেন ?

পাঞ্জাব কিংসের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন, ৮৭ ম্যাচে ৮৫ উইকেট নিয়েছেন তিনি।