বাংলাদেশের পর ভারতকে বয়কট জিম্বাবুয়ের, টি২০ বিশ্বকাপের জন্য আসছে না সিকান্দার রাজারা !! 1

টি-টোয়েন্টি ফরম্যাটের হাত ধরে অসংখ্য নতুন দেশ আন্তর্জাতিক ক্রিকেটে উঠে আসার চেষ্টা করছে। আগামী মাসের শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ফলে প্রস্তুতি শুরু করে দিয়েছে যোগ্যতা অর্জনকারী প্রতিটি দল। কিন্তু সম্প্রতি মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) আইপিএল (IPL 2026) থেকে বাদ পড়ার পর বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্ব উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ভারতে তাদের ক্রিকেটারদের পাঠাবে না বলে স্পষ্ট ঘোষণা করেছে। এবার জিম্বাবুয়েও ভারতে এই টুর্নামেন্টের জন্য আসবে না বলে খবর সামনে এসেছে।

Read More: বিশ্বকাপে ভারতের রাজনীতি, পাক বংশোদ্ভূত খেলোয়াড়কে দেওয়া হলো না ভিসা !!

ভারতে আসছে না জিম্বাবুয়ে-

Ind vs zim
IND vs ZIM | Image: Getty Images

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিতে (ICC) আবেদন করা হয়েছে যে তাদের ম্যাচগুলি যাতে ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। তবে এই বিষয়ে এখন‌ও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কোনোরকম সিদ্ধান্ত গ্রহণ করেনি। স্টেডিয়াম পরিবর্তন না হলে সম্ভবত এই বছর লিটন দাসরা (Litton Das) টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারেন। এই আবহে জিম্বাবুয়ে এই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের জন্য ভারতে আসবে না বলে খবর সামনে এল। সূত্র অনুযায়ী তাদের অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raja) ভারতে আসার জন্য এখনও ভিসা পাননি। যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলি খান (Ali Khan) সম্প্রতি দাবি করেছেন যে তার ভারতে খেলতে আসার জন্য ভিসার আবেদন বাতিল হয়ে গেছে। সিকান্দার রাজা‌ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার‌। ফলে এইরকম পরিস্থিতিতে জিম্বাবুয়ের অধিনায়ক যদি ভারতে আসার ছাড়পত্র না পান তাহলে গোটা দলই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত এই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

জিম্বাবুয়ের সঙ্গে খেলবে বাংলাদেশ-

বাংলাদেশের পর ভারতকে বয়কট জিম্বাবুয়ের, টি২০ বিশ্বকাপের জন্য আসছে না সিকান্দার রাজারা !! 2
Team Zimbabwe | Image: Getty Images

ভারতে বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপ (T20 WC 2026) খেলতে আসবেন কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চা অব্যাহত রয়েছে। নিজেদের অবস্থানে অনড় থাকতে চাইছে বিসিবি (BCB)।‌ তারা উল্লেখ করেছেন যে ভারতে টাইগার বাহিনীদের নিরাপত্তার অভাব রয়েছে। কিন্তু এই বিষয়টি আইসিসি ইতিমধ্যেই সম্পূর্ণ নাকোচ করে দিয়েছে। এর মধ্যেই এই দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন (Khaled Mahmud Sujon) বিস্ফোরক মন্তব্য করেছেন। আসন্ন বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশ ক্রিকেট দলের খারাপ পরিণতি হবে বলেই তিনি মনে করছেন।

এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রধান কোচ বলেন,“ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দেশ আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইবে না। তখন আপনি কোনো টিভি কভারেজ পাবেন না। আয় ছাড়া একটি ক্রিকেট বোর্ড চলতে পারে না।”

Read Also: BCCI’এর কর্তার সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, ২০ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন বীরেন্দ্র সেহবাগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *