WC 2023: স্বপ্ন ভগ্ন হলো সিকান্দার রাজাদের, স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে !! 1

WC 2023: চলতি বছরই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। দুদিন আগেই, স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়ে এই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্বের গণ্ডি পার করলেও যোগ্যতা অর্জনের ম্যাচে ঘটলো অঘটন, আজকে আবার একই পরিণতি হলো জিম্বাবুয়েরও। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের ৩১ রানে হেরে গেল জিম্বাবুয়ে এবং ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। ২০১৫ সালে শেষবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল জিম্বাবুয়ে, এবার বিশ্বকাপের মঞ্চ থেকেই ছিটকে গেল তারা। তাদের এবারের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল তারা সহজেই পৌঁছে যাবে ভারতে কিন্তু ঘটলো অঘটন। বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে সিকান্দার রাজাদের (Sikandar Raza)।

Read More: World Cup 2023: শ্রেয়াস বা রাহুল নয়, বিশ্বকাপে ভারতের চার নম্বর ব্যাটসম্যান হবেন এই বিস্ফোরক ক্রিকেটার !!

মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জিম্বাবুয়ে বেশ ভালোভাবেই এগিয়ে ছিল। কিন্তু টানা তিন জয়ের পর টানা দুই পরাজয় তাদের বাছাইপর্ব থেকে ছিটকে দিয়েছে। প্রথমে শ্রীলঙ্কা এবং পরে আজকে স্কটল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৪ রান করেছিল স্কটল্যান্ড। এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে এজমাত্র রিয়ান বার্ল (Ryan Burl) ৮৩ রান বানান, ফলে ৪১.৩ ওভারে ২০৩ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। কার্যত এই জয়ের অন্যতম নায়ক ছিলেন পেসার ক্রিস সোল (Chris Sole)। এই জয়ের পর স্কটল্যান্ড ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসলো, এমনকি তাদের একটি ম্যাচ খেলতে হবে আর সেই ম্যাচটা হবে নেদারল্যান্ডের বিপক্ষে। যদি এই ম্যাচে নেদারল্যান্ড জিতে তাহলে নেদারল্যান্ড রান-রেটে এগিয়ে মূল পর্বে চলে যেতে পারে। অর্থাৎ কার্যত বিদায় তবে জিম্বাবুয়ের আশা শেষ। স্কটল্যান্ডের কাছে পরাজিত হয়ে ভারতের মাটিতে ২০১১ সালের মতন বিশ্বকাপ (WC 2023) খেলা সম্ভব হলো না রাজা দের।

Read Also: WC 2023: আম্বানির টাকায় গড়ে উঠবে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দল, স্কোয়াডে দেখা যাবে ৭ মুম্বাই ইন্ডিয়ান্স প্লেয়ার কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *