বেশ কয়েক মাস ধরে ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) খবরের শিরোনামে রয়েছেন। সদ্য ইংল্যান্ডে ভারতীয় দলের সেরা পেসার ছিলেন সিরাজ। শেষ টেস্টে রুদ্ধশ্বাস বোলিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন সিরাজ। সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বাধিক ২২ টি উইকেট নিয়েছেন। লন্ডন বা ওভাল টেস্টে সিরাজ যেভাবে টিম ইন্ডিয়াকে কামব্যাক করিয়েছিলেন তা সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে, সিরাজকে নিয়ে বিগত কয়েক মাস ধরেই এক রহস্যময় নারীর সঙ্গে সম্পর্কের কথা সমাজ মাধ্যমে বেশ গুঞ্জন তৈরি করেছে। আসলে, প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের (Zanai Bhosle) সঙ্গে সিরাজের সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে শোনা গিয়েছিল। আসলে, জানাইয়ের জন্মদিনের পার্টিতে সিরাজের উপস্থিতি এবং ছবি দেখার পরে, অনেকেই মনে করে নিয়েছিলেন যে দুজনে হয়তো প্রেম করছেন।
ইংল্যান্ডে দুরন্ত ফর্ম দেখিয়েছেন সিরাজ

শুধু একবার নয়, আগেও বহুবার সিরাজ ও জানাইকে একসাথে দেখা গিয়েছিল। এছাড়াও, দুজনকে প্রায়ই একে অপরের জন্য পোস্ট করতে দেখা গিয়েছে। তবে এবারের রাখীর দিনেই মহম্মদ সিরাজের সঙ্গে জানাইয়ের সম্পর্কের আসল সত্যিটা জানা গেল। জানাই ভোঁসলে আগেও সিরাজের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার জানিয়েছিলেন। বরং তিনি মহম্মদ সিরাজকে নিজের ভাইয়ের মতো মনে করেন। তবুও সিরাজের সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমের পাতায় পাতায় চলতো। এমন পরিস্থিতিতে, রাখীবন্ধনের দিনে জানাই তাঁর এবং সিরাজের সম্পর্কের প্রমাণ দিয়েছেন। আসলে, এদিন জানাই, সিরাজকে রাখী পরানোর একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শোরগোল পরে গিয়েছে। জানাই আগে অনেকবারই সিরাজ ও তাঁর প্রেমের সম্পর্ক অস্বীকার করলেও তা ভক্তদের অনেকেই মেনে নেননি।
Read More: ক্যাপ্টেন MI’এর খেলোয়াড়, বাদ পড়লেন RCB’এর হিরো, প্রকাশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড !!
সম্পর্কে সিলমোহর দিলেন সিরাজ

এদিন জানাই আবার সিরাজের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নেই তাঁর প্রমান দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই সিরাজ ও জানাইয়ের সম্পর্কের গুঞ্জন চলছিল সোশাল মিডিয়ায়। সেই গুঞ্জনের আর কোনো অস্তিত্ব থাকলো না। এবার রাখিবন্ধনের দিনেই ‘দাদা’ সিরাজের হাতে রাখি বেঁধে দিলেন ‘বোন’ জনাই। শনিবার রাখিবন্ধনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাখি পড়ার ছবি শেয়ার করেন সিরাজ। তাছাড়া, রাখি পড়ানোর ভিডিও শেয়ার করেছিলেন জানাই নিজেই। ব্যাকগ্রাউন্ডে অরিজিতের একটি গান চলছে। ক্যাপশনে লেখেন, “এক হাজারো মে… শুভ রাখি উৎসব, এর থেকে ভালো আর কিছুই হয়না।” সমাজ মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে। আসলে ক্রীড়াদুনিয়ার সঙ্গে রুপোলি পর্দার তারকাদের প্রেম কাহিনী নতুন নয়। তবে, জানাই ও সিরাজের সম্পর্ক রাখিবন্ধন উৎসবে সেটা আরও স্পষ্ট হল।