প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্রে সিং ধোনি সুপার কুল। কথাটা নতুন না হলেও, প্রশংসাটা যখন বিপক্ষ শিবিরে কোনও ক্রিকেটারের থেকে আসে তখন সেটা আলোচ্য় বিষয় হয়েই যায়। আইপিএলে পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলার সুবাদে ধোনিকে খুব কাছ থেকে চেনেন অজি স্পিনার অ্য়াডাম জাম্পা। তিনি বলছেন, ”এত ঠান্ডা মাথায় খেলে ধোনি যে ওকে দেখলে বোঝাই যায় না, মাথায় কোনও চাপ আছে। কোনও সময় টেনশন করতে দেখিনি। সেদিন চেন্নাইতেও একই রকম ছবি। ধোনি সুপার কুল।”
ইডেনে বুধবার (১৯ সেপ্টেম্বর) অজিদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত অস্ট্রেলিয়ার তরুণ স্পিন বোলার অ্য়াডাম জাম্পা। মুখ থেকে চেন্নাই ম্য়াচে বৃষ্টির কারণে হারের চাপা টেনশনটা এখনও যায়নি। কলকাতা ম্য়াচ নিয়েও আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস শুনিয়ে রেখেছে।
হার্দিক পান্ডিয়ার কাছে গত রবিবার (১৭ সেপ্টেম্বর) বেদম ঠ্য়াঙানি খেয়ে জাম্পা এখন বেশ পরিচিত মুখ ভারতে। চেন্নাইতে ম্য়াচ হারায় অজিরা নাকি খুব চাপে এখন। বললেন, ”সিরিজের প্রথম ম্য়াচে হেরে আমরা চাপে আছি। তবে, যারা আন্তর্জাতিক ম্য়াচ খেলে, তারা এই চাপটা কিভাবে কাটিয়ে উঠতে হয়, সেটাও জানে। ও‘দিন একুশ ওভারের মধ্য়ে গোটা টিম আউট হয়ে যাওয়াটা আমরা একেবারেই মেনে নিতে পারছি না।”
হার্দিক পান্ডিয়ার কাছে বেদম পেটানি পড়লেও শেষ হাসি জাম্পা‘ই হেসেছিলেন। উইকেটটা তাঁর দখলেই গিয়েছিল। সে প্রসঙ্গে অজি স্পিনার বললেন, ”আমাদের দেশে মাঠ অনেক বড়। সেই তুলনায় ভারতে অনেক ছোটো মাঠে খেলা হয়। সামান্য় ব্য়াটে-বলে হলেই ছয় পড়ে। তবে, সেদিন ধোনি আর পান্ডিয়ার জুটিটা অনেক আগে ভাঙা উচিত ছিল আমাদের। কারণ, ধোনি যখন আউট হয়, ম্য়াচ আমাদের হাত থেকে অর্ধেক বেরিয়ে গিয়েছে।” এই তরুণ এজি স্পিনার আরও বলেন, ”তবে, ভারতে এসে একটা বিষয় শিখেছি, এখানে বলের লেন্থ ঠিকমতো না রাখলে মার খেতে হবে। হার্দিককে অনেক বেশি আলগা বল দেওয়া হয়ে গিয়েছিল। ইনিংসের মাঝের ওভারগুলিতে বল করা খুব কঠিন। ওয়ার্নারকেও অনেক চাপ নিতে হয়েছে।”
২০১৫‘র বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারা ভাষ্য়কারের ভূমিকায় এখন ভারতে। কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ সম্পর্কে নিজের বক্তব্য় রাখলেন। বর্তমান অজি অধিনায়কের প্রশংসা করেছেন মাইকেল ক্লার্ক। তিনি বলেন, ”(স্টিভ) স্মিথ ব্য়াটসম্য়ান হিসেবে যতটা পারদর্শী, অধিনায়ক হিসেবেও ততটা দক্ষ। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা সবসময় চ্য়ালেঞ্জের ব্য়াপার। চেন্নাই ম্য়াচে স্মিথদের আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল।” চেন্নাই ম্য়াচে অস্ট্রেলিয়া হারলেও, নিজের কথা ভবিষ্য়দ্বাণীতে এখন অনড় ক্লার্ক। আবারও বললেন, ”আমরা ২-৩ ব্য়াবধানে সিরিজ জিতছিই।”