ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বর্তমানে ক্রিকেট মহলেও প্রভাব ফেলেছি। ভারতীয় সমর্থকদের আবেগকে সমর্থন করে বিসিসিআই (BCCI) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দিয়েছে। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। এর প্রতিক্রিয়া হিসেবে বিসিবি (BCB) একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দেশের ক্রিকেটাররা ভারত সফর করবে না। এইরকম অস্থির পরিস্থিতির প্রভাব এবার বিপিএলেও (BPL 2025-26) পড়েছে। দেশ ছাড়ছেন এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত একাধিক জনপ্রিয় মুখ।
Read More: মুস্তাফিজুরের বদলি খুঁজে পেল KKR, শাহরুখ খানের চোখের বিষ নিচ্ছেন এন্ট্রি !!
প্রভাব পড়েছে বিপিএলেও-

গত বছর ২৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে নিরাপত্তার বিষয়টি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছিল। এর সঙ্গেই লিগ শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালস (Chattogram Royals) দলের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গুল সার্ভিস নামের এক সংস্থা। আর্থিক ক্ষতির মুখে পড়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল।
বিসিবির অধীনে রয়েছে বর্তমানে চট্টগ্রাম। অন্যদিকে পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক জয়নাব আব্বাস (Zainab Abbas) এবং রিধিমা পাঠককে (Ridhima Pathak) অফিসিয়ালি এই বছর বিপিএলের উপস্থাপিকা হিসেবে নিয়োগ করা হয়। সাম্প্রতিক সময় এই টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচে জয়নাব আব্বাসকে অ্যাঙ্কারিং করতে দেখা গিয়েছিল। কিন্তু টুর্নামেন্টের মাঝে বাংলাদেশ ছেড়ে তিনি দেশে ফিরে যাচ্ছেন বলে এবার খবর সামনে এসেছে।
এর মধ্যেই ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক বিপিএলে অংশগ্রহণ করার জন্য প্রতিবেশী দেশের সফর করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সূত্র অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্কের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও নিরাপত্তার বিষয়টিও নিয়েও উদ্বেগ ছিল।
আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর-

প্রতি বছর বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণ করে থাকেন। এই দেশের ক্রিকেট সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে ওঠেন তারা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এই ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য সরব হন এক শ্রেণীর ক্রিকেট ভক্ত। সাম্প্রতিক সময় বাংলাদেশ থেকে অসংখ্য ভারত বিদ্বেষী মন্তব্য প্রকাশ্যে উঠে এসেছে।
এছাড়াও এই দেশে ক্রমাগত বৃদ্ধি পাওয়া সংখ্যালঘুদের ওপর অত্যাচারও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে পড়েছে। এই কারণে দেশের জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়।