মাত্র এক মরশুমেই মোহভঙ্গ! লখনৌ সুপার জায়ান্টস (LSG) দল ছাড়লেন জাহির খান (Zaheer Khan)। গত মৌসুমে জাহির খানকে মেন্টর হিসাবে সই করেছিল লখনৌ সুপার জায়ান্টস। কলকাতায় লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তাঁর সদর দপ্তরে জাহিরকে এনে একটি বৈঠকও করেছিলেন। কিন্তু এক মৌসুম কাটানোর পরেই LSG ছাড়ার সিদ্ধান্ত নিলেন জাহির। বেশ কয়েক মাস ধরেই জাহিরের LSG ছাড়ার একটি জল্পনা উঠেছিল। সূত্রের দাবি, বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে নিজের সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন জাহির।
LSG ছাড়লেন জাহির

হঠাৎ করে কেন জাহির খান লখনৌ ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছেন সে বিষয়ে কোনো আক্ষরিক তথ্য পাওয়া যায়নি। সূত্রের দাবি, লখনৌ সুপার জায়ান্টস কতৃপক্ষ টিম মালিক সঞ্জীব ও দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মতাদর্শের অমিল হওয়ার কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাহির। লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে জাহিরের। ২০২৩ সালের আইপিএলের পর গৌতম গম্ভীর লখনৌ ছাড়ার পর সেই শূন্যস্থান পূরণ করেন জহির। ২০২৪ সালের আগস্টে এলএসজিতে যোগ দিয়েছিলেন এই বর্ষীয়ান তারকা। জহির ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ছিলেন। ফ্রাঞ্চাইজির জন্য স্কাউটিং, পরিকল্পনা এবং কৌশলের দায়িত্ব নিয়ে এলএসজির সাথে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছিলেন তিনি।
Read More: এশিয়া কাপের মধ্যেই BCCI’র চরম সিদ্ধান্ত, প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হচ্ছে অজিত আগরকরকে !!
অন্যদিকে আইপিএলের মঞ্চে লখনৌয়ের কথা বলতে গেলে ২০২২ এবং ২০২৩ মৌসুমে পরপর দুই বার প্লে-অফে পৌঁছেছিল দল। তবে, গত দুবারের আইপিএলে নকআউট পার্যায়েও পৌঁছাতে পারেনি দল। ২০২৫ সালের কথা বলতে গেলে, লখনৌ দল ১৪টি খেলায় ছয়টি জয় নিয়ে সপ্তম স্থানে ছিল। লখনৌ শিবিরে এই প্রথম ভাঙন নয়, ২০২৪ সালে কেকেআরের টানে এলএসজি ছেড়েছিলেন গম্ভীর। ২০২৪ মৌসুমে দলের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে মাঠের মধ্যে যে বিবাদ হয়েছিল তাঁর জেরেই দল ছেড়েছিলেন রাহুল। এবার দল ছাড়লেন জাহির। যদিও এখনও পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টস দল সমাজ মাধ্যমে এই বিষয়ে উচ্চবাচ্য করেনি।