Zaheer Khan: বর্ডার গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার লজ্জা জনক পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারত আবার পুরানো ছন্দ ফিরে পেয়েছে। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করার পর এবার ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আর ভারতীয় দলের এরূপ পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়তি অক্সিজেন দিচ্ছে গম্ভীর বাহিনীকে। যদিও গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন তুলতে ছাড়লেন না প্রাক্তন ক্রিকেটাররা। আসলে, গম্ভীরের একেরপর এক পরীক্ষা-নিরীক্ষা নিয়েই অখুশি প্রাক্তনরা। এবার গম্ভীরের কোচিং নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খান (Zaheer Khan)। তাঁর মতে, দলে এত পরীক্ষা নিরীক্ষার দলে দলের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হবে।
গম্ভীরের কোচিং নিয়ে মন্তব্য করলেন জাহির
![“নিজের পিঠ বাঁচাতে…” গৌতম গম্ভীরের কোচিংয়ে ক্ষুব্ধ জাহির খান, করলেন কড়া মন্তব্য !! 2 Gautam Gambhir,sourav ganguly, ind vs aus](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/11/gautam-g-1-1024x576.png)
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলের প্রদর্শন ছিল অসাধারণ। দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে ফেরে শুভমান-রোহিত জুটি, তবে প্রথম ওডিআই ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছিল রোহিত-জয়সওয়াল জুটিকে। সেদিন তিনে নেমেছিলেন শুভমান। দ্বিতীয় ম্যাচে অবশ্য কোহলি চোট সারিয়ে দলে ফিরতে তিনে রাহুলকে দেখা গিয়েছিল। তাছাড়া, শেষ দুই ম্যাচে রাহুলের আগে অক্ষর প্যাটেলকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছে এবং চোট সারিয়ে মাঠে নামা কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে বরুণ চক্রবর্তী অভিষেক করিয়েছে ভারতীয় দল।
Read More: কটকে ‘ছি ছি ছি রে ননী’ গনে মাতলেন কিং কোহলি, ভাইরাল ভিডিও !!
টিম ইন্ডিয়ার এরকম পরিস্থিতি মেনে নিতে পারছেন না জাহির খান। মন্তব্য করে বিশ্বকাপ জয়ী তারকা জানিয়েছেন, “এটা ঠিক যে, ভারতীয় দলে সব জায়গায় খেলার মতন বিকল্প খেলোয়াড় রয়েছে। প্রথম দুজনের জায়গা পাকা, তবে বাঁকি জায়গা গুলো নিয়ে পরীক্ষা চলবে। তবে তার মধ্যেও কিছু নিয়মকানুন রয়েছে। দলের মধ্যে তা নিয়ে আলোচনা প্রয়োজন, নাহলে একটা নিরাপত্তাহীনতা তৈরি হবে। আর সেটা একসময় দলের বিপক্ষে যাবে। সেটা একেবারে ঠিক নয়। সেটা নিশ্চই কেউ চাইবে না। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তা দেখতে হবে।”
টিম ম্যানেজমেন্টকে দুষলেন জাহির
![“নিজের পিঠ বাঁচাতে…” গৌতম গম্ভীরের কোচিংয়ে ক্ষুব্ধ জাহির খান, করলেন কড়া মন্তব্য !! 3 ZAHEER KHAN, IPL](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2017/01/zaheerkhanreuters-m.jpg)
এখানেই থামেননি তিনি। তিনি মন্তব্য করে আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি বেশ জটিল। দ্রাবিড় ও গম্ভীরের দৃষ্টিভঙ্গির পার্থক্য ভিন্ন। কোনটা ভালো, কোনটা খারাপ সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখানে প্রশ্নটা হচ্ছে প্লেয়াররা মানিয়ে নিতে পারবেন কিনা ? অবশ্য তার জন্য খেলোয়াড়, ম্যানেজমেন্ট, কোচ সবাই রয়েছেন। সেই হিসাবেই এগিয়ে যেতে হবে। আর দলের কাজকর্ম একটা স্পষ্ট নিয়মের মধ্যে আসা উচিত।”