প্রতি বছর আইপিএলের (IPL 2025) আগে ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন করে সেজে ওঠে। দলগুলি একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে ট্রফি জয়ের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে। এই বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) নতুন অধিনায়ক রজত পাটিদারকে (Rajat Patidar) নিয়ে এসে বড়ো চমক দিয়েছিল। তার হাত ধরেই শাপ মোচন হয়েছে বিরাট কোহলিদের (Virat Kohli)। তবে গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (KKR) এই বছর প্লে অফেই জায়গা করে নিতে পারেনি। এবার তারা দলে একাধিক পরিবর্তন ঘটাতে চলেছে। মেন্টর হিসেবে যোগ দেবেন এই বিশ্বকাপ জয়ী তারকা।
Read More: ‘প্রিয়’ ফর্ম্যাটে ফিরলেন পৃথ্বী শ, এশিয়া কাপের আগেই শুরু করলেন অনুশীলন !!
ছাঁটাই জাহির খান-

২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টস (LSG) আইপিএলে প্রবেশ করার পর থেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই চালাচ্ছে। এই বছর ঋষভ পান্থের (Rishabh Pant) মতো তারকাকে এই দলের অধিনায়কের দায়িত্ব সামলাতে দেখা গেছে। এবার ২০২৬ আইপিএলের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল। মেন্টর হিসেবে জাহির খানের (Zaheer Khan) ভূমিকায় একেবারেই খুশি নন কর্মকর্তারা। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্সে (KKR) চলে যাওয়ার কারণে ২০২৪ আইপিএলের আগে দলে নতুন মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন এই প্রাক্তন তারকা পেসার।
এরপর মর্নি মর্কেল (Morne Morkel) ভারতীয় দলের দায়িত্ব পাওয়ায় জাহির খান (Zaheer Khan) লখনউয়ের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ২০২৬ আইপিএলের আগে বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে (Bharat Arun) নিয়ে এসেছেন সঞ্জীব গোয়েঙ্কা। এরপর জাহির খান নিজেও আর লখনউয়ের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না বলে খবর সামনে এসেছে। উল্লেখ্য এই বছর ঋষভ পান্থের (Rishabh Pant) নেতৃত্বাধীন দল লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি।
কলকাতায় জাহির খান-

কলকাতা নাইট রাইডার্স (KKR) এই বছর আইপিএলে (IPL 2025) আজিঙ্কা রাহানের (Ajinka Rahane) নেতৃত্বে যাত্রা শুরু করেছিল। তবে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয় নাইট বাহিনী। এরপরই প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakant Pandit) ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে। ফলে ২০২৬ আইপিএলের আগেই তিনি এই পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়িয়েছেন।
সূত্র অনুযায়ী লখনউ সুপার জায়ান্টসের (LSG) পর এবার জাহির খানকে (Zaheer Khan) কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে দেখা যাবে। ২০২৬ আইপিএলের (IPL 2026) আগেই প্রধান কোচের দায়িত্ব নেবেন এই বিশ্বকাপ জয়ী তারকা। তিনি দলে এলে হর্ষিত রানা (Harshit Rana), বৈভব অরোরার (Vaibhav Arora) মতো তরুণ পেসারদের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও তার অভিজ্ঞতা নাইটদের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে পারে।