আইপিএল (IPL 2025) শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটি মাস। তবে আইপিএল শুরু হওয়ার আগেই এবারে সবথেকে বড় নিলামের আয়োজন করতে চলেছে বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট বোর্ড কতৃপক্ষ ইতিমধ্যেই আইপিএলের ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলাপ আলোচনা সেরে ফেলেছেন, সূত্রের খবর অনুযায়ী আসন্ন মেগা নিলামের জন্য তাদের সেরা ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। তাছাড়া বাকি খেলোয়ারদের তাদেরকে মুক্তি দিতে হবে।
পাশাপাশি এটাও জানা গিয়েছে আসন্ন আইপিএল নিলামে বাড়তে চলেছে প্রতিটি দলের কাছে থাকা বিডিং প্রাইজের অংক (পার্স মানি)। ১০০ কোটির বদলে এবারের আইপিএলে (IPL 2025) মালিক দল ১২০ কোটি টাকা ব্যবহার করতে পারেন প্লেয়ার কেনা-বেচায়। বেশ জাকজমক পূর্ণভাবেই আসন্ন আইপিএল শুরু হতে চলেছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের আগেই কোচ পরিবর্তন হয়েছে ভারতীয় দলের। জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: মালকিনের সঙ্গে সম্পর্ক ভালো রেখে IPL ক্যারিয়ার ভালো হয়েছে এই ৩ প্লেয়ারের !!
ভারতীয় দলের কোচ হয়েছেন গম্ভীর
ভারতীয় দলে কোচ হিসেবে এন্ট্রি নেওয়ার আগে তিনি পরস্পর তিন বছর আইপিএলের (IPL 2025) মঞ্চে সময় কাটিয়েছেন মেন্টরের ভূমিকায়। তাকে ২০২২ এবং ২০২৩ সালে লখনৌ ফ্রাঞ্চাইজিভিত্তিক লখনৌ সুপার জায়ান্টস দলে মেন্টরের ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল, এরপর ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর হওয়ার পর দলের ও তার ভাগ্য খুলে যায়।
দীর্ঘ ১০ বছর পর কলকাতা ফ্রাঞ্চাইজি তাদের তৃতীয় আইপিএল খেতাবটি জয়লাভ করে। এই পরিস্থিতিতে মেন্টরের পদ আপাতত ফাঁকাই রয়েছে দুই দলের। গত মৌসুমে মেন্টর ছাড়াই মাঠে নেমেছিল লখনৌ, যার মাশুল কমতে হয়েছিল দলকেও। তবে এবার আর সেই ভুল করতে চাইছে না লখনৌ ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলের আগেই পুরোপুরিভাবে দল গুছিয়ে নিতে চাইছেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
গম্ভীরের জায়গা নিতে চলেছেন জাহির
গত বছর অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) অধিনায়কত্বের উপর একেবারেই নাখুশ ছিলেন গোয়েনকা। মাঠের মধ্যে বচসা লেগে গিয়েছিল দুজনের, এবারের আইপিএলে এটা স্পষ্ট যে লখনৌ দলে আর খেলার সুযোগ পাচ্ছেন না রাহুল। এই পরিস্থিতিতে নতুন দল এবং নতুন কোচদের নিয়েই অভিযান শুরু করতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস। জানা গিয়েছে, খালি থাকা মেন্টরের পদে অবতীর্ণ হতে চলেছেন ভারতীয় দলের কিংবদন্তি পেসার জাহির খান (Zaheer Khan)।
ভারতীয় দলের সর্বকালের সেরা বামহাতি পেসার হলেন জাহির খান। বিশ্ব ক্রিকেটেও তিনি একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবেই পরিচিত। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে তিনি কাজ করেছেন। মুম্বাই দলের সাফল্যের পিছনে তার অবদান ছিল অনস্বীকার্য। এবার নতুন দায়িত্বে নিজের দলকে গুছিয়ে নিতে চাইবেন জাহির।