২০২৩ সালের ক্রিকেট বেশ জমেই উঠেছে। একেরপর এক টুর্নামেন্ট দর্শকদের উৎসাহী করে তুলছে। তবে, এবছর সবথেকে বড় টুর্নামেন্ট হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। এবার ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ, যার ফলেই ভারতীয় দর্শকদের মধ্যে বেড়েই চলেছে উন্মাদনার ঢেউ। ২০১১ সালের পর এই বছরের শেষের দিকে অর্থাৎ ৫ই অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারতে বিশ্বকাপের আসন্ন সংস্করণটি আয়োজিত হবে। তবে ভারতীয় ভক্তদের জন্য আসন্ন বিশ্বকাপে রয়েছে একটি চমক। ২০২৩ সালের বিশ্বকাপে প্রাক্তন ফাস্ট বোলার জহির খানকে (Zaheer Khan) দেখা যাবে এক নতুন ভূমিকায়।
Read More: WI vs IND: অপেক্ষার ঘটলো অবসান , দ্বিতীয় ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে চলেছেন সঞ্জু স্যামসন !!
নতুন ভূমিকায় দেখা যাবে জাহিরকে
২০১১ সালের বিশ্বকাপে জাহির খান ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন, ২০২৩ সালের বিশ্বকাপে আবার তাকে অ্যাকশনে দেখা যাবে। বামহাতি পেসার হিসাবে অনেক খ্যাতি অর্জন করেছিলেন তিনি। বলা যেতেই পারে তিনি ভারতীয় দলের সর্বকালের সেরা বামহাতি পেসার। এমনকি বর্তমানে টিম ইন্ডিয়া একজন বামহাতি পেসারের খামতি অনুভব করে। সেই সাথে ভক্তদের মনে এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে, এই টুর্নামেন্টে অবসরে যাওয়া জহিরকে কিভাবে দেখা যাবে ? তবে অপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরেও জাহির ক্রিকেটের সাথে জড়িত। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে বিগত বহু বছর ধরে রয়েছেন। তবে, বর্তমানে জহির খান একজন ধারাভাষ্য হিসাবে কাজ করেন। জাহির অনেক ম্যাচে ধারাভাষ্য করেছেন। সেটা দেখে বোঝা যায় যে তারও ধারাভাষ্য করার অভিজ্ঞতা আছে।
কমেন্ট্রি বক্সে দেখা যাবে জাহিরকে
সূত্রের খবর অনুযায়ী, ২০২৩ বিশ্বকাপে তাকে জিও সিনেমাতে ধারাভাষ্য করতে দেখা যাবে। যদিও, এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে জহির খান এবং জিও সিনেমা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ভারতের হয়ে তিনি মোট ৩০৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাহির। যার মধ্যে ৯২ টি টেস্ট ম্যাচ ২০০ টি ওডিআই এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ভারতের হয়ে তিন ফরম্যাটে তিনি ৬১০টি উইকেট নিয়েছেন। ক্রিকেটের প্রতি জহিরের জ্ঞান অনেক, যেটা তিনি কমেন্ট্রি বক্সে ব্যাবহার করে থাকেন। আর ভক্তরা তার ধারাভাষ্য বেশ উপভোগ করে থাকেন।