ভারত আর পাকিস্থানের মধ্যে বুধবার এশিয়া কাপের পঞ্চম লীগ ম্যাচ খেলা হয়। এই ম্যাচে ভারতের দল পাকিস্থানের বিরুদ্ধে এক তরফা ম্যাচে ৮ উইকেটে হারিয়ে দেয়।
পাকিস্থান মাত্র ১৬২ রানে হয় আউট
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্থান দল ভারতীয় বোলারদের সামনে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়ে আর পাকিস্থানের পুরো দল মাত্র ৪৩.১ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায়। পাকিস্থানের ৭ জন ব্যাটসম্যান দু অঙ্কের রানও পার করতে পারেন নি। পাকিস্থানের জন্য সবচেয়ে বেশি বাবর আজম ৪৭ রানের ইনিংস খেলেন। অন্যদিকে শোয়েব মালিক ৪৩ রানের ইনিংস খেলেন। ভারতের তরফে কেদার যাদব এবং ভুবনেশ্বর কুমার ৩টি করে উইকেট নেন। অন্যদিকে জোরে বোলার জসপ্রীত বুমরাহও দুর্দান্ত বল করে ২টি উইকেট হাসিল করেন।
ভারত সহজেই করে লক্ষ্য হাসিল
জবাবে লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় দল এই লক্ষ্যকে সহজেই ২৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। ভারতের জন্য অধিনায়ক রোহিত শর্মা সবচেয়ে বেশি ৩৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল নিজের এই জয়ের সঙ্গেওই পয়েণ্ট টেবিলে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জিত করে নেন আর নিজের গ্রু এ তেও টপ করে। ভারতীয় দলের গ্রুপে পাকিস্থান আর হংকং দলও ছিল। হংকংয়ের দল তো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে, কিন্তু পাকিস্থান দলও ভারতের সঙ্গে সুপার ৪ এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে।
চহেল জিতলেন হিন্দুস্থান-পাকিস্থানের হৃদয়
ভারতীয় দলের তরুণ স্পিনার যজুবেন্দ্র চহে ম্যাচে এমন কিছু করলেন যাতে তিনি কোটি কোটি ভারতবাসী এবং পাকিস্থানবাসীর হৃদয় জিতে নেন। আসলে তিনি পাকিস্থানের খেলোয়াড় উসমান খানের জন্য জুতোর ফিতে বেঁধে দেন। তার এই কাজের এখন দুই দেশেই ভীষণই প্রশংসা হচ্ছে।
stunning click of the match#INDvPAK pic.twitter.com/4kU5OH9XYh
— Kz Rajput pti wala (@KhanzadaRajput3) September 19, 2018
So true…in an age of hashtag nationalism; this right here, is Grace #INDvPAK https://t.co/IGKjzGAtPn
— barkha dutt (@BDUTT) September 19, 2018
Respect ??#INDvPAK pic.twitter.com/r11pIQYCej
— Ahmed Bollywood ?? (@ahmedzadjali10) September 19, 2018
A true #Athlete has #Ethics, #SportsManship and #Camaraderie which only a #Sport can bring ?#Pakistan ho ya #India, #Insaniat first! ????? pic.twitter.com/zvdGlmxB0m
— Maryam Masood (@MaryamMasood80) September 19, 2018
So true…in an age of hashtag nationalism; this right here, is Grace #INDvPAK https://t.co/IGKjzGAtPn
— barkha dutt (@BDUTT) September 19, 2018