অনয়া বাঙ্গারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুজবেন্দ্র চাহাল, সোশ্যাল মিডিয়ায় শুরু চর্চা !! 1

গত বছর স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ের অনুষ্ঠান ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল। তার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল বলিউডের মিউজিক পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal)। কিন্তু বিয়ের দিন তারকা ক্রিকেটারের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরেই বিয়ে বাতিল হয়ে যায়। বিয়ে ভাঙ্গার পিছনে একাধিক কারণ সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে আসে। অন্যদিকে এই বছরের শুরুতেই একাধিক তারকা ক্রিকেটার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর সামনে এসেছে। এর মধ্যেই এবার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে অনয়া বাঙ্গারের (Anaya Bangar) সম্পর্কের খবর সামনে এল।

Read More: ‘জয় শাহ’এর থেকে ট্রফি নেব না..’, টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !!

বিয়ে করবেন যুজবেন্দ্র-অনন্যা:

অনয়া বাঙ্গারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুজবেন্দ্র চাহাল, সোশ্যাল মিডিয়ায় শুরু চর্চা !! 2
Yuzvendra Chahal and Anaya Bangar | Image: Twitter

ভারতের অন্যতম অভিজ্ঞ স্পিনার হলেন যুজবেন্দ্র চাহাল। তিনি ২০২০ সালে ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে বিয়ের বান্ধনে আবদ্ধ হন। তবে এই দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। ১৮ মাস দুজনে আলাদা থাকার পর গত বছর ২০ মার্চ মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে তাদের ডিভোর্স প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপরই এই তারকা ক্রিকেটারকে আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে একাধিক ক্রিকেট ম্যাচে এবং সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল।

দু’জনে প্রেমের সম্পর্কে রয়েছেন বলেই জল্পনা তৈরি হয়। এর মধ্যেই এবার চাহাল অনয়া বাঙ্গারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর সামনে এসেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চর্চা। অনয়া বাঙ্গার ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। সম্প্রতি তিনি ট্রান্সজেন্ডার মহিলা হিসাবে নিজের পরিচয় তৈরি করেছেন। উল্লেখ্য তিনি চাহালকে বিবাহ করবেন কিনা সে বিষয়ে কোনো অফিসিয়ালি তথ্য পাওয়া যায়নি। এটা সম্পূর্ণ ক্রিকেট ভক্তদের গুজবেই মনে করা হচ্ছে।

জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ:

Chahal, asia cup 2025
Yuzvendra Chahal | Image: Getty Images

শেষ আইপিএলের (IPL 2026) মেগা নিলামে যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি টাকার বিনিময়ে দলে নেয় পাঞ্জাব কিংস (Punjab Kings)। গত মরসুমে টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছিল প্রীতি জিন্টার (Preity Zinta) দল। এই সফলতার পিছনে চাহালের গুরুত্বপূর্ণ অবদান লক্ষ্য করা যায়। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১৯ তম ওভারে হ্যাট্রিকের সঙ্গে মোট চারটি উইকেট শিকার করে জ্বলে উঠেছিলেন এই তারকা। দলের হয়ে ১৪ ম্যাচে ১৬ টি উইকেট সংগ্রহ করেন।

অন্যদিকে গত বছর বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) অংশগ্রহণ করেছিলেন এই অভিজ্ঞ স্পিনার। কিন্তু এই টুর্নামেন্ট চলাকালীন ডেঙ্গি এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। খুব তাড়াতাড়ি আবার‌ও তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে কমব্যাক করতে দেখা যাবেই মনে করা হচ্ছে। আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটে প্রভাব ফেললেও দীর্ঘদিন তিনি জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। শেষবার চাহাল ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে মাঠে নেমেছিলেন।

Read Also: বাংলাদেশকে ব্যান করছে ভারত সরকার, টি২০ বিশ্বকাপ বিতর্কে সামনে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *