তারকা ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদের ঘটনা মাঝেমধ্যে ক্রিকেট মহলে চর্চায় উঠে আসে। সাম্প্রতিক সময় হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), মহম্মদ শামির (Mohammed Shami) সঙ্গে যুজবেন্দ্র চাহালেরও (Yuzvendra Chahal) বিবাহ বিচ্ছেদ সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিল। প্রত্যেকটি ঘটনায় তাদের প্রাক্তন স্ত্রীদের খোরপোশের জন্য বিপুল পরিমাণ অর্থের আর্জি সমালোচনার মুখে পড়ে। বর্তমানে জীবনের অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছেন ভারতীয় তারকা স্পিনার চাহাল। নতুন প্রেমিকার সঙ্গে মাঝেমধ্যেই তাকে দেখতে পাওয়া যায়। এর মধ্যেই এবার প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মাকে (Dhanashree Verma) সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করলেন চাহাল।
Read More: মিনি নিলামের আগেই KKR’এ ঈশান কিষাণ, বড়ো চমক নাইট কর্মকর্তাদের !!
ধনশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ-

ভারতের অন্যতম জনপ্রিয় তারকা স্পিনার হলে যুজবেন্দ্র চাহাল। তিনি আইপিএল (IPL 2025) সহ আন্তর্জাতিক ক্রিকেটেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দেশকে সম্মান এনে দিয়েছেন। এই জনপ্রিয় ক্রিকেটার ২০২০ সালে ২২ ডিসেম্বর ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধনশ্রী ডান্স কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। তবে এই জুটির সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয়নি।
এই বছর মার্চে ফ্যামেলি কোর্ট বান্দ্রায় আইনতভাবে দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এই মামলায় ধনশ্রী ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশ দাবি করেছিলেন বলে খবর সামনে আসে। এই বিপুল পরিমাণ অর্থ চাহালকে দিতে হয়েছে বলেও জল্পনা তৈরি হয়। তবে এই বিষয়ে দুজনে অফিশিয়ালি কিছু জানাননি। বর্তমানে তারা নিজেদের জীবনে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন।
ধনশ্রীকে কটাক্ষ চাহালের-

গতকাল যুজবেন্দ্র চাহাল দিল্লি কোর্টের একটি রায়ের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘অর্থনৈতিকভাবে স্বনির্ভর মহিলারা বিবাহ বিচ্ছেদের পর কখনই তাদের স্বামীর থেকে খোরপোশ দাবি করতে পারে না। খোরপোশ দেওয়া হয় সামাজিক বৈষম্য কমানোর জন্য। কাউকে লাভবান করানোর জন্য নয়।’ এই বিষয়টি উল্লেখ করে তারকা ক্রিকেটার লেখেন, “মায়ের দিব্যি করে সত্যি বলো এই সিদ্ধান্তের আর কোনো পরিবর্তন হবে না।”
এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি ধনশ্রীকে কটাক্ষ করেছেন বলে নেটিজেনরা মনে করছেন। এই পোস্ট চাহাল সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলেও ভাইরাল হয়ে যায়। অন্যদিকে ব্যক্তিগত জীবনে টানাপড়েন থাকলেও নিজেকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য লড়াই চালাচ্ছেন এই তারকা। এই বছর আইপিএলে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ১৪ ম্যাচে ১৬ উইকেট সংগ্রহ করেছিলেন। এখনও পর্যন্ত তার দেশের হয়ে ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯৬ টি উইকেট সংগ্রহে রয়েছে।