IPL 2025: আইপিএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে প্রতিটি ক্রিকেটার নিজেদের সেরা পারফর্ম্যান্স দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসে টুর্নামেন্টের সেরার সেরা তারকা। ফলে ২০২৫ আইপিএল (IPL 2025) শুরুর আগে এখন থেকেই কোন ক্রিকেটার টুর্নামেন্টে জ্বলে উঠতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ব্যাটিং বিভাগের সঙ্গে সঙ্গে বোলিং বিভাগেও নজর কাড়তে চলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। মহম্মদ শামির (Mohammed Shami) মতো এই বছর আইপিএলে দক্ষযজ্ঞ চালাতে পারেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ভারতীয় তারকা স্পিনারকে নিয়ে আশায় বুক বাঁধছেন ভক্তরাও।
শামির দেখানো পথে হাঁটবেন চাহাল-

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা স্পিনার। তিনি দেশের হয়ে ২০১৬ সাল থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। ২০১৯ একদিনের বিশ্বকাপেও এই ক্রিকেটার ভারতীয় দলের অংশ ছিলেন। কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করার চেষ্টা করলেও তিনি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিতে পারছেন না। অন্যদিকে এই বছর চাহালকে (Yuzvendra Chahal) আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) জার্সিতে দেখা যাবে। এই বছর মেগা নিলামে আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) সঙ্গে সবচেয়ে দামী বোলার হিসেবে ১৮ কোটি টাকার বিনিময়ে এই ডানহাতি লেগ স্পিনার পাঞ্জাবে জায়গা পেয়েছেন। চাহাল বর্তমানে জাতীয় দলে জায়গা না পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাক্তিগত জীবনেও সমস্যার মধ্যে রয়েছেন।
স্ত্রী ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় জড়িয়েছেন তিনি। ফলে এই বছর আইপিএলে তাকে সবকিছু ভুলে বল হাতে নিজেকে উজাড় করে দিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ২০২৩ আইপিএলের (IPL 2025) মহম্মদ শামির (Mohammed Shami) মতো চাহাল (Yuzvendra Chahal) বল হাতে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। শামি ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১৭ ম্যাচে ২৮ উইকেট সংগ্রহ করে মরসুমের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন। উল্লেখ্য শামিও ডিভোর্সের পর নিজের বোলিং পারফর্মেন্সে অনেক উন্নতি ঘটিয়েছিলেন।
চাহালের সাম্প্রতিক পারফর্মেন্স-

গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে বল হাতে একাধিক গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন এই ভারতীয় লেগ স্পিনার। তিনি টুর্নামেন্টে ১৫ ম্যাচে মোট ১৮ টি উইকেট সংগ্রহ করেন। সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও চাহাল (Yuzvendra Chahal) হরিয়ানার হয়ে নিজের পারফরম্যান্সের মাধ্যমে ছাপ ফেলেছেন। এই টুর্নামেন্টে তিনি ৭ ম্যাচে মোট ১০ উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে ২০২২ আইপিএলে চাহাল ১৭ ম্যাচে রাজস্থানের হয়ে ২৭ উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাপ জয়ী হয়েছিলেন। এছাড়াও আইপিএলে ১৬০ ম্যাচে তার ২০৫ টি উইকেট আছে। ফলে চাহাল এই টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ মোট উইকেটের মালিক।এর সঙ্গেই তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৭২ টি ওডিআই ম্যাচে ১২১ টি উইকেট এবং ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৬ টি উইকেট সংগ্রহ করেছেন।