ভারতীয় ক্রিকেটে প্রতিভাবান ব্যাটসম্যানদের সঙ্গে সঙ্গে দক্ষ বোলারদেরও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিতে দেখা গেছে। এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য প্রকাশিত দলে বোলিং আক্রমণে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা পেসারকে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও অভিজ্ঞ স্পিনার হিসাবে কুলদীপ যাদব (Kuldeep Yadav) জায়গা করে নিয়েছেন। তবে এই বছর আইপিএলে (IPL 2025) দুরন্ত ফর্মে থাকা যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) আবারও ভারতীয় দলে জায়গা করে নিতে পারলেন না। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। এবার এই তারকা স্পিনারের ভিন্ন দেশের মাটিতে খেলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: দল ঘোষণা হতেই স্পষ্ট BCCI-এর পরিকল্পনা, টি-২০ দলে ‘ক্ষণিকের অতিথি’ অধিনায়ক সূর্যকুমার !!
বাদ পড়লেন যুজবেন্দ্র চাহাল-

ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। এছাড়াও আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) পর এই তারকা ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। কিন্তু তিনি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না। শেষবার তাকে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) ভারতীয় দলের সদস্য হিসেবে থাকলেও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal);একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। তারপরেও তাকে টি-টোয়েন্টি দল থেকে পরবর্তী সিরিজগুলোতে বাদ দেওয়া হয়। এই বছর আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে এক ওভারে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন চাহাল। কিন্তু তাও তাকে আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি।
নতুন দলে চাহাল-

ধারাবাহিকভাবে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এর ফলে তিনি নতুন দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নর্থ্যাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে খেলছেন এই তারকা। এখনও পর্যন্ত এই দলের হয়ে ৬ ম্যাচে সংগ্রহ করেছেন মোট ২৪টি উইকেট। উল্লেখ্য প্রথম শ্রেণির ক্রিকেটে এই তারকা স্পিনার ৪৪ ম্যাচে ১২৭ টি উইকেট সংগ্রহ করেছেন। দেশের হয়ে ৮০ টি টি-টোয়েন্টি ম্যাচে তুলে নিয়েছেন ৯৬ টি উইকেট।
নর্থ্যাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে কাউন্টি ক্রিকেটে পৃথ্বী শকেও (Prithvi Shaw) খেলতে দেখা গিয়েছিল। এছাড়াও সাম্প্রতিক সময় ঈশান কিষাণ (Ishan Kishan) এবং তিলক বর্মা (Tilak Varma) কাউন্টি ক্রিকেটে নিজেদের পরিচয় তৈরি করেছেন। ইয়র্কশায়ারের হয়ে এই বছর কাউন্টিতে অভিষেক করে দুরন্ত ফর্মে ছিলেন ঈশান কিষাণ। অন্যদিকে তিলক বর্মা হ্যাম্পশায়ারের হয়ে এই বছর কাউন্টিতে অভিষেক করেই দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তারকা ব্যাটসম্যান।