yuzvendra-chahal-pic-with-foreign-girl

ভারতীয় দলের জনপ্রিয়তম ক্রিকেট তারকাদের মধ্যে অবশ্যই থাকবেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তাঁর লেগস্পিন দক্ষতার পাশাপাশি হাসিখুশি স্বভাবের জন্যও অনুরাগীদের অত্যন্ত পছন্দের হরিয়ানার ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় চাহালের ভক্ত সংখ্যা প্রচুর। টি-২০ ক্রিকেটে ভারতের সফলতম বোলার, প্রায়ই সমাজমাধ্যমে জীবনের নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। অনুরাগীদের সাথে ভারতীয় দলের সাজঘরের অন্দরের খবর ভাগ করে নেন বিসিসিআই পরিবেশিত চাহাল টিভি অনুষ্ঠানের মাধ্যমে।

চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাও (Dhanashree Verma) সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। পেশায় তিনি একজন চিকিৎসক এবং একজন নৃত্যশিল্পী। প্রায়ই নিজের নাচের ভিডিও অনুরাগীদের জন্য পোস্ট করেন তিনি। কখনও সখনও সেই নাচে যোগ দেন স্বামী যুজবেন্দ্র চাহালও (Yuzvendra Chahal)। তবে বন্ধু শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সাথে ধনশ্রীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে সবচেয়ে বেশী। ভারতীয় ক্রিকেট দলের আরেক তারকা শ্রেয়সের সাথে ধনশ্রীর বন্ধুত্ব নিয়ে নানা মহলে চর্চাও কম হয় নি। এবার ধনশ্রী বা শ্রেয়স নয়, সোশ্যাল মিডিয়ার আলোচনায় চাহালের (Yuzvendra Chahal) সাথে অন্য এক নারীর ছবি। গতকাল সেই ছবি সামনে আসার পর থেকেই ক্রিকেট তারকার ব্যক্তিগত জীবন সম্পর্কে চলছে কাটাছেঁড়া।

Read More: বিশ্বকাপের আগেই কোচ ও অধিনায়ক বদলাচ্ছে ভারত, রোহিত-দ্রাবিড়ের বদলে এই জুটি সামলাবে দায়িত্ব !!

IPL-এ অনবদ্য বোলিং করেছেন যুজবেন্দ্র চাহাল-

Yuzvendra Chahal | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

সীমিত ওভারের ক্রিকেটে বল হাতে গত কয়েক বছরে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা হয়ে উঠেছেন চাহাল (Yuzvendra Chahal)। ব্যাটারদের স্বর্গরাজ্যেও উইকেট তুলে নিয়ে ভারতকে জিতিয়েছেন বহু ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ৭২টি একদিনের ম্যাচে নিয়েছেন ১২১ উইকেট। টি-২০তে ৭৫ ম্যাচে ৯১ উইকেট নিয়ে তিনিই সফলতম ভারতীয় বোলার। ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) পিছনে ফেলেছেন তিনি। বর্তমানে পঞ্চাশ ওভারের ক্রিকেটে দুই লেগস্পিনার খেলানোর স্ট্র্যাটেজি থেকে ভারত সরে আসায় মাঝেমধ্যে দলের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। সুযোগ পাচ্ছেন ‘চায়নাম্যান’ কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তবে টি-২০ তে এখনও অপরিহার্য্য চাহালই।

বল হাতে সাম্প্রতিক ফর্মও বেশ ভালো তাঁর। ২০২২ সালে আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক হয়েছিলেন। রাজস্থান রয়্যালসকে (RR) ফাইনালে তোলার ব্যাপারে তাঁর যথেষ্ঠ অবদান ছিলো। সেই ছন্দ ২০২৩ সালেও ধরে রাখলেন চাহাল (Yuzvendra Chahal)। ষোড়শ আইপিএলে ১৪ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। ভালো পারফর্ম্যান্সের সুফলও পেয়েছেন তিনি। ভারতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। উইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজে জায়গা হয়েছে তাঁর। টি-২০ সিরিজেও তাঁকে রেখেই দল সাজাতে পারে বিসিসিআই।

হোটেলে সুন্দরী সমীপে চাহাল-

Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Getty Images
Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Getty Images

গতকাল ট্যুইটারে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সাথে একটি ছবি পোস্ট করে জনৈকা বিদেশিনী। ঐ বিদেশিনীর নাম জেসি ফেব্রুয়ারী (Jesse February)। দক্ষিণ আফ্রিকার তরুণী পেশায় একজন দাবাড়ু। ক্রিকেটের পাশাপাশি চাহাল নিজেও দাবা খেলায় পটু। ক্রিকেটার না হলে দাবাড়ুই যে হতেই তা নিজেই বহু সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন ডানহাতি লেগস্পিনার। দাবার সূত্রেই দেখা করেছেন জেসি ও চাহাল। জেসি নিজের ট্যুইটার প্রোফাইলেন চাহালের (Yuzvendra Chahal) সাথে ছবি পোস্ট করে লিখেছেন, “অবশেষে দেখা হলো ইউজি চাহালের সাথে।” এই ছবি সামনে আসার পর মস্করা করার সুযোগ অবশ্য ছাড়েন নি নেটিজেনরা। চাহালের স্ত্রী ধনশ্রীকে (Dhanashree Verma) ট্যাগ করে অনেকেই জিজ্ঞাসা করেন স্বামীর নতুন বান্ধনীর ব্যাপারে তিনি জানেন কিনা। অনেকে আবার বলেন শ্রেয়সের সাথে যে সব ছবি ধনশ্রী নিজে শেয়ার করেন তারই পালটা দিয়েছেন ভারতের স্পিন তারকা।

দেখুন সেই ভাইরাল ছবিটি-

Yuzvendra Chahal and Jesse February | Image: Twitter
Yuzvendra Chahal and Jesse February | Image: Twitter

Also Read: Breaking News: KKR-এর মালিক শাহরুখ খান দুর্ঘটনার সম্মুখীন, আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *