বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলো ভারতীয় দলের যারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মার। সমাজ মাধ্যম জুড়ে এখন চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন চাহাল ও ধনশ্রী। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মুখ খুললেন খুললেন দম্পতি। সূত্রের খবর, বৃহস্পতিবার বান্দ্রার পারিবারিক আদালতে হাজির হয়েছিলেন তারকা দম্পতি। সেখানেই বিবাহবিচ্ছেদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। বিগত কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, সেই জল্পনা বাস্তবায়িত হল বৃহস্পতিবার।
বিবাহ বিচ্ছেদ হলো ধনশ্রী – চাহালের

বিচ্ছেদের পর হাঁফ ছেড়ে বেচেঁছেন নাকি চাহাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তেমনটাই ব্যাখ্যা করলেন তারকা স্পিনার। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল। সূত্রের খবর, গত ১৮ মাস ধরেই নাকি আলাদা থাকতেন চাহাল ও ধনশ্রী। বিচারকের সামনে সেই কথা প্রকাশ করেছিলেন দুজনেই, এমনকি বিচারক তাদের কাছে বিবাহ বিচ্ছেদের আক্ষরিক কারণের কথা জানতে চাওয়া হলে দম্পতি ‘বোঝাপড়ার অভাবের’ কথা জানান। দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাঁদের ৪৫ মিনিট কথা বলতে নির্দেশ দেন। তারপর তারা বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন।
Read More: গাড়ি দুর্ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়, একটুর জন্য রক্ষা পেলেন ‘বাংলার মহারাজ’ !!
বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই। প্রথমেই তারকা স্পিনার ইনস্টা স্টোরিতে লেখেন, “ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন তা আমি গুণে শেষ করতে পারবো না। নিজের অজান্তেই কত বিপদ থেকে রক্ষা পেয়েছি। ঈশ্বর সর্বদাই আমাদের পাশে থাকেন তাই ঈশ্বরকে অশেষ ধন্যবাদ।” যদিও পড়ে তাহাল তার এই স্টোরিটি মুছে ফেলেছিলেন। অন্যদিকে ইন্সটা স্টোরিতে ধনশ্রী লেখেন, “ঈশ্বর আমাদের সব রকম চিন্তা এবং কষ্টগুলিকে আশীর্বাদে পরিণত করেন আজ যদি কোন সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে বুঝতে হবে এর কোন বিকল্প রয়েছে সমস্যাগুলি থেকে দুশ্চিন্তা তৈরি হতে পারে। অথবা নিজের সমস্ত সমস্যার ভার ঈশ্বরকে দিয়ে তাঁর কাছে প্রার্থনা করতে পারো। ঈশ্বর সবসময় আমাদের ভালো চান, আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে তাহলেই শক্তি মিলবে।”
পাঞ্জাব দলের হয়ে খেলবেন চাহাল

ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল আপাতত জাতীয় দলের বাইরেই রয়েছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াডে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। ভারত বিশ্বকাপ জয় করলেও দলে আর জায়গা হয়নি চাহালের। অন্যদিকে, যুজবেন্দ্র (Yuzvendra Chahal) এবারের আইপিএলে ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস দলের অংশ হয়েছেন। চাহাল ভারতের জার্সিতে ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২১৭ টি উইকেট নিয়েছেন এবং আইপিএলের ইতিহাসে ১৫৯ ইনিংসে সর্বাধিক ২০৫টি উইকেট নিয়েছেন।