যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) গত রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তবে একা নন সঙ্গে ছিলেন বান্ধবী আরজে মাহভাশ। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এই ভারতীয় তারকা স্পিনার আলোচনায় উঠে আসেন। সম্প্রতি ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে চাহালের। ফলে এর মধ্যেই আরজে মাহভাশের (Rj Mahvash) সঙ্গে এই ক্রিকেটারকে দেখে নতুন সম্পর্কের গুঞ্জন তৈরি করছেন ভক্তরা। এর মধ্যেই স্টেডিয়ামের মধ্যে দুজনের চুম্বনের ভিডিও সামনে এসেছে। ফলে চাহাল (Yuzvendra Chahal) ও মাহভাশ (Rj Mahvash) আবারও নতুন করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন।
চাহাল কি সত্যিই তার বান্ধবীকে চুমু খেয়েছেন?

দীর্ঘদিন ধরে চাহাল এবং মাহভাশ একে অপরের সঙ্গে ডেটিং করেছেন বলে গুঞ্জন সামনে আসছিল। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে দুজনকে এক সঙ্গে স্টেডিয়ামে দেখা যায়। ফলে সোশ্যাল মিডিয়ায় নতুন চর্চার বিষয় হয়ে উঠেছেন চাহাল (Yuzvendra Chahal)। এর আগে এই তারকা স্পিনারের বিবাহ বিচ্ছেদের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। অন্যদিকে বর্তমানে স্টেডিয়ামে চাহালের প্রকাশ্যে মাহভাশকে (Rj Mahvash) চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তবে এইরকম কোনো ঘটনা বাস্তবে ঘটেনি। এআইয়ের (AI) মাধ্যমে মজার ছলে কোনো ভক্ত এই চুম্বনের ভিডিও তৈরি করেছেন বলে মনে করা হচ্ছে।
কে এই চাহালের বান্ধবী?

সূত্র অনুযায়ী যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বান্ধবী আরজে মাহভাশ (Rj Mahvash) আলীগড়ের বাসিন্দা। আলীগড় মুসলিম ইনস্টিটিউট থেকে অনার্স করেছেন তিনি। এরপর মাহভাশ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে জার্নালিজম নিয়ে মাস্টার্স করেন। বর্তমানে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে তিনি নিজের পরিচয় তৈরি করেছেন। চাহালের বান্ধবী মূলত প্র্যাঙ্ক ভিডিও করে থাকেন। প্রথম জীবনে তিনি রেডিও মির্চিতে আরজে হিসেবে জীবন শুরু করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় কম সময়ের মধ্যে আরজে মাহভাশ (Rj Mahvash) এতটাই জনপ্রিয়তা লাভ করেছেন যে বিগ বসের মতো একাধিক রিয়ালিটি শোয়ের অফার ফিরিয়ে দিয়েছেন তিনি।
আইপিএলে নতুন রুপে ফিরছেন চাহাল-

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামে ১৮ কোটি টাকার রেকর্ড দামে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) সই করিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। এর আগে এই তারকা স্পিনার আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন। গত বছর রাজস্থানের হয়ে চাহাল (Yuzvendra Chahal) ১৫ ম্যাচে ১৮ টি উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে এখনও পর্যন্ত আইপিএলে ১৬০ ম্যাচে ২০৫ টি উইকেট নিজের দখলে করেছেন তিনি।