ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা সময়ের সঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য আইপিএলের মতো টুর্নামেন্ট থেকে প্রতি বছরই একাধিক তরুণ তারকা আলোচনায় উঠে আসেন। ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে আলোচনার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা হতে দেখা যায়। বিশেষ করে এই তারকাদের স্ত্রী এবং প্রেমিকাদের নিয়ে ভক্তদের আগ্ৰহ লক্ষ্য করা যায়। সাম্প্রতিক সময়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহবিচ্ছেদের ঘটনা আলোচনায় উঠে এসেছিল। এবার এই তারকা ক্রিকেটারের প্রাক্তন স্ত্রীর ভাইরাল ছবি সামনে এলো।
Read More: IPL 2025: প্লে-অফের আগে RCB-র জন্য সুখবর, মাঠে ফিরছেন তারকা ক্রিকেটার !!
ধনশ্রীর রহস্যময় ট্যাটু-

ভারতীয় দলের অন্যতম তারকা স্পিনার হলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তিনি ২০২০ সালের ডিসেম্বর মাসে ধনশ্রী বর্মাকে (Dhanashree Verma) বিয়ে করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময় এই জনপ্রিয় জুটির বিচ্ছেদের খবর সামনে উঠে আসে। মার্চের ২০ তারিখ মুম্বাইয়ের এক আদালতে চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রীর (Dhanashree Verma) ডিভোর্স হয়। চাহালকে কোর্টের নির্দেশ অনুযায়ী ধনশ্রী বর্মাকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিতে হবে। এই বিষয়টি নিয়েও নেটিজেনদের মধ্যে গুঞ্জন তৈরি হয়। অন্যদিকে এই পাঞ্জাব কিংসের তারকা স্পিনার আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে এসেছে। যদিও কেউই এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতের খেলার দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এই জুটি। এবার এর মধ্যেই ধনশ্রীর (Dhanashree Verma) রহস্যময় ট্যাটু সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী একটি হলুদ রঙের টপ এবং কালো রঙের প্যান্ট পরে আছেন। টপটি ছোটো হওয়ার কারণে হেঁটে যাওয়ার সময় পিছন দিকে কোমড়ের নিচের দিকে ধনশ্রীর (Dahanshree Verma) একটি নতুন ট্যাটু লক্ষ্য করা যাচ্ছে। তবে তাতে কী লেখা আছে তা স্পষ্ট নয়। ফলে নতুন কী ইঙ্গিত দিচ্ছেন ধনশ্রী তা নিয়ে আলোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।
দুরন্ত ফর্মে চাহাল-

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা না পেলেও প্রতি বছর আইপিএলে চমক দেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এই বছর মেগা নিলামে ১৮ কোটি টাকার বিনিময়ে রেকর্ড দামে এই তারকা স্পিনারকে কিনে নেয় পাঞ্জাব কিংস (PBKS)। চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে এক ওভারে হ্যাটট্রিকের সঙ্গে মোট ৪ উইকেট সংগ্রহ করে নতুন ইতিহাস গড়েন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal,)। এখনও পর্যন্ত এই বছর আইপিএলে তিনি ১২ ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করেছেন। এর সঙ্গেই পাঞ্জাব কিংস (PBKS) ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে। লিগ পর্বের পরবর্তী ম্যাচে তারা ২৪ মে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে মাঠে নামবে।
Read Also: IPL 2025: মিনি পাঞ্জাব বানিয়েও সাফল্য পেলো না দিল্লী ক্যাপিটালস, অধরাই রইলো প্লে-অফ !!