বিবাহ বিচ্ছেদের জল্পনার অবহে শ্রেয়সের সঙ্গে BIGG BOSS'এ যাচ্ছেন চাহাল, সামনে আসলো নতুন তথ্য !! 1

ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছেন। ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের জল্পনা সমানে এসেছে। ২০২০ সালের ৮ আগস্ট ইউটিউবার কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সাথে বাগদাদ পর্ব সেরে নিয়েছিলেন এবং সেই বছরের ডিসেম্বরে তাঁরা বিবাহ সম্পন্ন করেন। জানা গিয়েছে, চাহাল নাকি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধনশ্রীর যাবতীয় ছবি মুছে ফেলেছিলেন। এরপর তাদের গুঞ্জনের গল্প কার্যত দাবানলের মতন ছড়িয়ে পড়েছে।

বিগবসে পা রাখছেন চাহাল-শ্রেয়স

Yuzvendra Chahal and Dhanashree verma
Yuzvendra Chahal and Shreyas Iyer | Image: Twitter

যদিও ধনশ্রীর প্রোফাইলে এখনও পর্যন্ত এই দম্পপ্তির ছবি রেখে দিয়েছেন। আর তা দেখে ভক্তরা বেশ অবাক হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এই বিচ্ছেদের অবহে বিগ বসের ১৮ তম মরশুমে যোগ দেবেন। জানা গিয়েছে এই রিয়্যালিটি শো’য়ে আগামী রবিবার যে পর্ব টেলিকাস্ট করা হবে, সেখানে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), জুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং শশাঙ্ক সিংকে (Shashank Singh) দেখতে পাওয়া যাবে। আসন্ন আইপিএলে এই তিন ক্রিকেটারকে পাঞ্জাব কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে।

Read More: “প্রশ্নই আসে না…” কঠিন সময়ে কোহলির পাশে ক্লার্ক, নিন্দুকদের একহাত নিলেন বিশ্বজয়ী অধিনায়ক !!

ভক্তদের মতে, ধনশ্রী (Dhanashree Verma) ও চাহালের সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে দায়ী হলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আদতে, তাদের সম্পর্ক ভাঙার পিছনে শ্রেয়স হয়তো বা দায়ী নন। কারণ ধনশ্রীর সঙ্গে যেমন শ্রেয়সের সুসম্পর্ক রয়েছে তেমন চাহালের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তাঁর। এমনকি, এবারের আইপিএলে শ্রেয়স নিজের পাঞ্জাব টিম ম্যানেজমেন্টকে জুজুভেন্দ্র চাহলকে (Yuzvendra Chahal) দলে শামিল করার আর্জি জানিয়েছিলেন। যাতে রাজি হয়ে চাহলকে ১৮ কোটি দিয়ে কিনতে রাজি হয়েছিল পাঞ্জাব কিংস। ভক্তদের জল্পনা ভেঙে দিয়ে একসাথে সামনে আসছেন চাহাল-শ্রেয়স।

বিবাহ-বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন চাহাল-ধনশ্রী

Yuzvendra Chahal and Dhanashree Verma
Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Twitter

গত বুধবার ডিভোর্সের গঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন চাহাল পত্নী ধনশ্রী ভার্মা। তিনি সমালোচকদের ক্লাস নিয়েছিলেন। তার মতে কিছু না জেনে মন্তব্য করাটা সঠিক নয়। মন্তব্য করে লিখেছিলেন, “গত কয়েকটা দিন আমার ও আমার পরিবারের জন্য কঠিন সময় ছিল, বেশ কিছু বোকা বোকা জল্পনার কারণে আমি মর্মাহত। অযথা কাউকে নিয়ে সমালোচনা করা ঠিক নয়।

এমনকি এবিষয়ে মুখ খুলেছেন জুজুভেন্দ্র চাহালও, তার মতে কঠিন পরিশ্রম করা একজন মানুষের যাত্রাপথ সম্পর্কে ওয়াকিবহাল তিনি। তবে, ধনশ্রীর তালে তাল মিলিয়ে তিনিও লিখেছেন, “আমি সকলকে অনুরোধ জানাতে যে এই ধরণের জল্পনা-কল্পনায় কান দেওয়ার প্রাপ্যজন নেই, এগুলো আমাকে এবং আমার পরিবারকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে।

Read Also: Yuzvendra Chahal: “পৃথিবী গল্প তৈরি…” চাহাল-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের মাঝে মুখ খুললেন নতুন বয় ফ্রেন্ড প্রতীক উতেকর, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *