ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন অনেকে ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়। সাম্প্রতিক সময়ে ভারতীয় একাধিক তারকা ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদ তাদের ক্রিকেট জীবনেও প্রভাব ফেলেছে। তবে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়া আবারও ঘুরে দাঁড়িয়েছেন তারা। মহম্মদ শামি (Mohammed Shami), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এ বং যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বিবাহ বিচ্ছেদ সাম্প্রতিক সময় আলোচনায় উঠে এসেছিল। তবে বিচ্ছেদের পর চাহাল আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে এসেছিল। এবার ধনশ্রী বর্মা (Dhanashree Verma) এবং এই তারকা স্পিনারের আবার বিয়ের খবর সামনে এলো।
Read More: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!
আবার বিয়ে করছেন চাহাল-ধনশ্রী-

সম্প্রতি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিয়ের খবর আবার সামনে উঠে এসেছে। এই জনপ্রিয় জুটির এই বছর ২০ মার্চ অফিসিয়ালি ডিভোর্সের খবর সামনে এসেছিল। একে অপরের সঙ্গে নয় এবার আলাদা আলাদা সংসার বাঁধতে চলেছেন তারা। বিবাহ বিচ্ছেদের পর ভারতীয় এই তারকা স্পিনারের সঙ্গে আরজে মাহভাশের (RJ Mahvash) সম্পর্কের গুঞ্জন শুরু হয়। তারা দুজন এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতীয় দলের ম্যাচে দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
এছাড়াও সম্প্রতি লন্ডনের রাস্তা ধরা দিয়েছেন চাহাল-ধনশ্রী। ফলে খুব তাড়াতাড়ি এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর সামনে এসেছে। অন্যদিকে ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে প্রতীক উতেকরের (Pratik Utekar) সম্পর্ক রয়েছে বলে সম্প্রতি খবর সামনে এসেছিল। দুইজনই প্রফেশনাল ডান্সার হিসেবে পরিচিত। প্রতীক সালমান খান (Salman Khan), মাধুরী দীক্ষিত (Madhuri Dikshit), প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। সূত্র অনুযায়ী এই আলোচিত জুটিও খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানা যাচ্ছে।
ক্রিকেট দল কিনলেন ধনশ্রী-

ক্রিকেট ম্যাচে উপস্থাপিকা হিসাবে আরজে মাহভাশ (RJ Mahvash) দীর্ঘদিন কাজ করেছেন। তবে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পর ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। এবার তিনি ক্রিকেট দল কিনে রীতিমতো আলোচনায় উঠে এলেন। আগস্টে দিল্লির নয়ডায় অনুষ্ঠিত হতে চলেছে দশ ওভারের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট ২০ থেকে ২৪ আগস্ট তিন দিন ব্যাপী আয়োজন করা হবে।
ক্রিকেট লিগ টি১০ (CLT10)-তে সুপ্রিম স্ট্রাইকার্সের (Supreme Strikers) মালকিন হলেন আরজে মাহভাশ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আসন্ন এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার এই পরিচিত মুখ। তিনি হালকা ক্রীম রঙের পোশাকে সকলের নজর কেড়েন। উল্লেখ্য নিলামে চাহালের বান্ধবী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক শন মার্শকে (Shon Marsh) বেছে নেন। তিনি সুপ্রিম স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।