অবশেষে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ধনশ্রী ও চাহালের। বিগত কয়েক মাস ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েনের কথা শোনা যাচ্ছিল দুজনের থেকেই। তবে, অবশেষে তাদের সম্পর্কের বিচ্ছেদের কথা শোনা গেল। জানা গিয়েছে, বিগত ১৮ মাস ধরে আলাদা থাকছেন তারা।
বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলো চাহাল – ধনশ্রীর

জানা গিয়েছে, চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত শুনানি হয়েছে বৃহস্পতিবার। সূত্রের খবর, চাহাল ও ধনশ্রীকে মুম্বইয়ের পারিবারিক আদালতে আনা হয় এবং তারপর বিচারক প্রথমে দু’জনকেই কাউন্সিলরের কাছে পাঠান। প্রায় ৪৫ মিনিট ধরে সেখানে সেশন চলতে থাকে এবং সেশন শেষ হওয়ার পর বিচারক দুজনকেই কিছু প্রশ্ন করেন এবং তারপর তাদের বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত শুনানি শুনিয়ে দেন। জানা গিয়েছে, বিচারক ধনশ্রী ও যুজবেন্দ্রকে তাদের বিচ্ছেদের কারণ ও তারা নিজেদের সম্মতিতে আলাদা হচ্ছেন কিনা সে বিষয়ে প্রশ্ন করেন। বোঝাপড়ার অভাবের কারণেই বিচ্ছেদ হচ্ছে বলে জানিয়ে দেন দুজন। এবং তাতে দুজনেই সম্মতি প্রদান করেন বলে জানা যায়। বেশ কিছুদিন আগে জানা গিয়েছিল চাহালের থেকে বিবাহ বিচ্ছেদ পর ৬০ কোটি টাকা খোরপোশের দাবি জানিয়েছিলেন ধনশ্রী।
প্রসঙ্গত, আমাদের দেশে বিবাহবিচ্ছেদের জন্য দম্পতিকে কমপক্ষে ১২ মাসের বেশি সময় একে অপরের থেকে আলাদা থাকতে হয়। গত ১৮ মাস ধরেই আলাদা রয়েছেন দুজনেই। এর আগে সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছিলেন চাহাল ও ধনশ্রী। শুধু তাই নয়, নিজেদের সমাজ মাধ্যমে একে অপরের ছবি মুছে দিয়েছেন। কোভিড 19- চলা কালীন দুজনের মধ্যে পরিচিতি গড়ে ওঠে এবং একে অপরকে ডেটিং করতে শুরু করেন। পরে সেটি বৈবাহিক সম্পর্কে পরিণত হয়।
চার বছরের সম্পর্ক হলো শেষ

উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর গুরগাঁওয়ে বিবাহ হয়েছিল ধনশ্রী ও চাহালের। নেটপাড়ার জনপ্রিয় জুটি ছিল ধনশ্রী ও চাহাল। তবে, তাদের বিচ্ছেদের গল্প আপাতত সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে। কয়েকদিন আগেই, আইপিএলের মেগা নিলামে রেকর্ড পরিমান মূল্যে পাঞ্জাব দলে শামিল হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ১৮ কোটি টাকায় শ্রেয়স আইয়ারের নেতৃত্বে যুজবেন্দ্রকে এবার পাঞ্জাব দলের হয়ে খেলতে দেখা যাবে।