yuzi-chahal-snapped-with-mystery-girl

এই মুহূর্তে লাইমলাইটে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। কোরিওগ্রাফার ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী ভার্মা’র সাথে তাঁর বিয়ে ভাঙনের মুখে কিনা তা নিয়ে উৎসুক নেটজনতা। ২০২০ সালের ডিসেম্বর মাসে এক হয়েছিলো চার হাত। নেটদুনিয়ায় নিয়মিত নিজেদের জীবনের নানান মুহূর্ত শেয়ার করতেন সেলিব্রিটি যুগল। কিন্তু গত কয়েক মাস থেকেই বন্ধ তা। এমনকি চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী (Dhanashree Verma) দু’জনের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে চোখ রেখে চমকেছেন অনুরাগীরা। একে অপর’কে আনফলো করে দিয়েছেন তাঁরা। এমনকি একসাথে যে ছবিগুলি পোস্ট করেছিলেন, মুছে ফেলেছেন সেগুলিও। গত জুনে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের পরেও হাসিমুখে ধনশ্রীর সাথে ছবি পোস্ট করেছিলেন চাহাল। কিন্তু  মাসকয়েকের মধ্যেই কেন সম্পর্কের এহেন পরিণতি? তা নিয়ে ধন্ধে সকলেই।

Read More: ভক্তদের জন্য সুসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মেন্টর হিসাবে এন্ট্রি নিচ্ছেন MS ধোনি !!

চাহালের সাথে অজ্ঞাতনামা তরুণী-

Yuzvendra Chahal | Image: Getty Images
Yuzvendra Chahal | Image: Getty Images

ডিভোর্স নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি দেন নি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) অথবা ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। তবে দুই সেলিব্রিটির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে যে বিচ্ছেদ হচ্ছেই তাঁদের। সংবাদমাধ্যমকে তাঁদের এক কাছের মানুষ জানিয়েছেন, “ডিভোর্স কেবল সময়ের অপেক্ষা। কিছুদিনের মধ্যেই সিলমোহর পড়বে বিচ্ছেদের সিদ্ধান্তে। এটুকু নিশ্চিত যে আগামীর পথটা তাঁরা একে অপরকে ছাড়াই হাঁটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।” স্পষ্ট কিছু না জানালেও সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ইঙ্গিতপূর্ণ কিছু স্টোরি শেয়ার করেছেন ভারতীয় দলের তারকা লেগস্পিনার। দিনকয়েক আগে ‘মাথা উঁচু করে’ বাঁচার শপথ নিয়েছিলেন। গতকাল সক্রেটিসের একটি বাণী শেয়ার করেন তিনি। সেখানে লেখা, “যারা কলরবের উর্দ্ধে উঠে শুনতে পারেন তাঁদের জন্য নৈঃশব্দ্য আদতে একটি গভীর সুর।”

বিচ্ছেদের ঘোষণা আসার আগেই কি ‘মুভ অন’ করে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)? গতকাল তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। মুম্বইয়ের একটি হোটেলে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা। তাঁর পরণে ছিলো একটি সাদা রঙের ওভারসাইজড টি-শার্ট ও একটি নীল জিনস। কিন্তু আলোচনার কেন্দ্রে তাঁর সাথে থাকে একজন তরুণী। অজ্ঞাতনামা ঐ তরুণীর পরণে ছিলো গাঢ় সবুজ রঙের সোয়েটার ও কালো ট্রাউজার্স। গলায় একটি মাফলার’ও ছিলো। হোটেল লবি’তে দু’জনের ছবি সামনে আসার পরেই ঐ তরুণীর পরিচয় নিয়ে শুরু হয় জল্পনা। অন্তর্জাল তোলপাড় করেও এখনও পর্যন্ত চাহালের (Yuzvendra Chahal) সঙ্গীর নাম বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে পান নি নেটিজেনরা। স্বাভাবিক কারণে বেড়েছে কৌতূহল।

দেখুন সেই ছবি-

Yuzvendra Chahal Snapped With Mystery Girl | Image: Instagram
Yuzvendra Chahal Snapped With Mystery Girl | Image: Instagram

প্রতিক্রিয়া দিলেন ধনশ্রী ভার্মা-

ডিভোর্স জল্পনার মাঝেই চাহালের সাথে ফ্রেমবন্দী রহস্যময়ী, পরিচয়ের খোঁজে হন্যে সোশ্যাল মিডিয়া !! 1

ডিভোর্সের বিষয়টি সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ার তোপের মুখে পড়েছিলেন ধনশ্রী ভার্মা। ক্রিকেট তারকার অনুরাগীদের মধ্যে অনেকে তাঁর উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছিলেন কটাক্ষ ও কটূক্তি। বাধ্য হয়ে ইন্সটাগ্রামে নিজের পোস্টগুলিতে সাধারণের কমেন্ট করার সুযোগও বন্ধ করে দেন তিনি। কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয় নি চরিত্রহনন। এমতাবস্থায় খানিক বাধ্য হয়েই প্রতিক্রিয়া দিয়েছেন ধনশ্রী (Dhanashree Verma)। গতকাল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতেই তিনি লেখেন, “গত কয়েকটা দিন আমার ও আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিলো। মুখহীন ট্রলেরা যেভাবে কোনো তথ্য ছাড়া, খবর যাচাই না করেই আমার চরিত্রে কাদা ছেটানোর চেষ্টা করে গিয়েছে, সেটা সত্যিই হতাশাজনক। বছরের পর বছর কঠিন পরিশ্রম করে নিজের নাম ও সততাকে প্রতিষ্ঠা করেছি আমি। আমার মৌনতা আদতে দুর্বলতা নয়, বরং আমার শক্তি।” দীর্ঘ পোস্টটিতে নিন্দুকদের একপ্রকার তুলোধোনা করেছেন তিনি।

দেখুন ধনশ্রীর পোস্টটি-

Dhanashree Verma Instagram Story | Image: Instagram

Also Read: রাহানে-পূজারার পথে হাঁটছেন কোহলি, ভারত ছেড়ে ক্রিকেট খেলবেন এই দেশে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *